kalerkantho


ভোজনবিলাসীদের জন্য লেকসিটি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের বিশেষ আয়োজন

কালের কণ্ঠ অনলাইন   

৩০ জুলাই, ২০১৭ ১৭:০৯ভোজনবিলাসীদের জন্য লেকসিটি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের বিশেষ আয়োজন

মানুষের দৈনন্দিন ও মৌলিক চাহিদার তালিকায় প্রথমেই রয়েছে খাবার। আর তাই খাবারের প্রতি মানুষের আগ্রহ একটু বেশি। ছোট-বড় সকলেরই খাবারের প্রতি রয়েছে ভিন্ন রকমের পছন্দ এবং ভালো লাগা। 

ভোজনবিলাসীদের জন্য বারিধারা থেকে মাত্র ২০ মিনিট দূরত্বে ৩০০ ফিট প্রসস্থ রাস্তার সন্নিকটে অবস্থিত কনকর্ড গ্রুপের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান ‘লেকসিটি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার’ করেছে রকমারী দেশি-বিদেশি খাবারের বিশেষ আয়োজন। উন্নত মানের দেশি-বিদেশি, থাই, চাইনিজ, কন্টিনেন্টাল, ইন্ডিয়ান এবং দেশীয় সব মুখরোচক খাবারের সমারহ নিয়ে খাবার প্রেমীদের চাহিদা পূরণে সক্ষম ‘লেকসিটি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার’। যা ইতিমধ্যে ভোজনবিলাসীদের নিকট ‘বেস্ট হ্যাঙ্গআউট প্ল্যাস’ হিসেবে পরিচিতি লাভ করেছে। শুধু তাই নয় দেশি-বিদেশি সব মুখরোচক খাবারের সাথে রেস্টুরেন্টের অত্যাধুনিক ও মনোমুগ্ধকর ইন্টেরিয়র ডেকোরেশন আপনাকে মুগ্ধ করে তুলবে এবং সেই সাথে উপহার দিবে এক অন্যরকম অনুভূতি। এছাড়াও শিশুদের জন্য খেলাধুলা ও বিনোদনের জন্য রয়েছে আধুনিক মানসম্মত কিডস জোন। এর সঙ্গে রয়েছে সুবিশাল হল রুম। 

বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজন নিয়ে ঢাকার কেন্দ্রবিন্দুতে এ যেন এক অন্যরকম খাবারপ্রেমীদের মিলনমেলা ‘লেকসিটি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার’। এছাড়াও বিয়ে, জন্মদিন, গায়ে হলুদ, কনফারেন্স, কর্পোরেট ইভেন্ট এবং বিভিন্ন ধরনের কালচারাল প্রোগামসহ সকল ধরনের সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে। আপনাদের সকলকে ‘লেকসিটি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে’ সাদর আমন্ত্রণ। মন্তব্য