kalerkantho


উদ্বোধনেই চমকপ্রদ উপহার

শাওমির 'ই-স্টোর' এখন গুলশানে

কালের কণ্ঠ অনলাইন   

২০ এপ্রিল, ২০১৭ ১৫:৪৬শাওমির 'ই-স্টোর' এখন গুলশানে

জনপ্রিয় ব্র্যান্ড শাওমি'র 'ই স্টোর' এর নতুন শাখা এখন রাজধানীর গুলশানে। ৪৬, গুলশান এভিনিউয়ে আজ সন্ধ্যা ৬টায় উদ্বোধন করা হবে এ শো-রুম। ই-স্টোর গুলশানে থাকছে শাওমি মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক, ইয়ারফোন, এমআই ব্যান্ড, ব্লুটুথ হেডসেট, ব্লুটুথ স্পিকার, ভিআর বক্স, স্মার্ট ওয়াচ, ল্যাপটপসহ নানা পণ্য।

উদ্বোধনীর দিনে থাকছে গ্রাহকদের জন্য চমকপ্রদ সব উপহার। মাত্র এক টাকার বিনিময়ে গ্রাহকরা জিতে নিতে পারেন এমআই ব্যান্ড, পাওয়ার ব্যাংক, ইয়ারফোনসহ আকর্ষণীয় শাওমি পণ্য। এ অফার সীমিত সংখ্যক গ্রাহকদের জন্য সীমাবদ্ধ। ই-স্টোরের মূল প্রতিষ্ঠান রেডগ্রিন করপোরেশনের সিইও এ বি এম ওবায়দুল্লাহ জানান, গ্রাহকরা এখান থেকে অফিসিয়াল ওয়ারেন্টি বা গ্যারান্টিসহ কিনতে পারবেন শাওমির সব পণ্য। এ ছাড়া ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতেও নিতে পারবেন পছন্দের পণ্য।


মন্তব্য