kalerkantho


ওয়েবে চাকরি

আহমদ শুভ   

২৩ মে, ২০১৮ ০০:০০ সিসিমপুর ওয়ার্কশপ বাংলাদেশ

পদ ও যোগ্যতা : ডেপুটি ম্যানেজার-ব্র্যান্ড প্রমোশন। মার্কেটিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সাপ্লাই চেইনে স্নাতকসহ এমবিএ বা সাপ্লাই চেইন অ্যান্ড প্রকিউরমেন্টে প্রফেশনাল সার্টিফিকেট থাকতে হবে। 

পদ ও যোগ্যতা : সোশ্যাল মিডিয়া কনটেন্ট ডেভেলপার। কমিউনিকেশনস, মার্কেটিং, বিজনেস, নিউ মিডিয়া, পাবলিক রিলেশনস, কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। দুই বছরের অভিজ্ঞতা।  

কর্মস্থল : সিসিমপুর কান্ট্রি অফিস, ঢাকা।

বেতন : প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী।

আবেদনের নিয়ম : রেজুমে এবং সিসিমপুরের নির্ধারিত ফরম পূরণ করে ই-মেইল করতে হবে info.sisimpur@sesame.org ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ : ২ জুন।

ওয়েব : www.sesame.org

 

 

 মীনা বাজার

পদ ও যোগ্যতা : এক্সিকিউটিভ, আউটলেট (ঢাকা আউটলেট)। স্নাতক। ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা।

পদ ও যোগ্যতা : চিফ ক্যাশিয়ার অ্যাট আউটলেট (ঢাকা ও চট্টগ্রাম আউটলেট)। অ্যাকাউন্টিংয়ে স্নাতক। ২ বছরের অভিজ্ঞতা।

পদ ও যোগ্যতা : ডেলিভারি বাইক রাইডার (ঢাকা ও চট্টগ্রাম)। মোটরবাইক ড্রাইভিং লাইসেন্সসহ ডেলিভারি বাইক রাইডার হিসেবে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা।

কর্মস্থল : ঢাকা ও চট্টগ্রাম।

বেতন : প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী।

আবেদনের নিয়ম : অনলাইনে বিডিজবসের মাধ্যমে অথবা ছবিসহ রেজুমে পাঠাতে হবে—‘সিনিয়র ম্যানেজার, এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, জেমকন ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচারাল প্রডাক্টস লিমিটেড (মীনা বাজার), হাউস-৪৪, রোড-১৬ (পুরনো ২৭), ধানমণ্ডি, ঢাকা-১২০৯—এ ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ : ২৭ মে।

ওয়েব : www.meenaclick.com

 

 

 এসিআই লজিস্টিকস লিমিটেড

পদ ও যোগ্যতা : আউটলেট ম্যানেজার, স্বপ্ন এক্সপ্রেস। স্নাতক। ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার।

কর্মস্থল : দেশের যেকোনো স্থান।

বেতন : আলোচনা সাপেক্ষে।

আবেদনের নিয়ম : অনলাইনে বিডিজবসের মাধ্যমে বা ই-মেইল করতে হবে পধত্ববৎ—ধপরষড়মরংঃরপং.হবঃ ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ : ১৫ জুন।

ওয়েব : www.acilogistics.net

 

 সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)

পদ ও যোগ্যতা : অ্যাসোসিয়েট কো-অর্ডিনেটর/কো-অর্ডিনেটর (ইয়ং বাংলা)। ১টি। ডেভেলপমেন্ট স্টাডিজ, স্যোশিওলজি, ইংরেজি, কমিউনিকেশন স্টাডিজ, ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর। কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা।

কর্মস্থল : ঢাকা।

বেতন : ৭৫ হাজার টাকা বা ১ লাখ ২৫ হাজার টাকা।

আবেদনের নিয়ম : ছবিসহ সিভি ও কভার লেটার ই-মেইল করতে হবে যৎ—hr@cri.org.bd ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ : ২৭ মে।

ওয়েব : cri.org.bd

 

 

 টিউলিপ নেইলস অ্যান্ড স্প্যা লিমিটেড

পদ ও যোগ্যতা : এক্সিকিউটিভ হাউসকিপিং। ১টি। স্নাতক বা মাস্টার্স। ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা। শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

কর্মস্থল : বনানী, ঢাকা।

বেতন : আলোচনা সাপেক্ষে।

আবেদনের নিয়ম : ই-মেইলে সিভি পাঠাতে হবে tulipnailsnspa@gmail.com ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ : ১২ জুন।

ওয়েব : www.tulipnailsnspa.com

 

 

 আজকের ডিলডটকম

পদ ও যোগ্যতা : কনটেন্ট এক্সিকিউটিভ। ২টি। স্নাতক। বাংলা কনটেন্ট তৈরি ও ইংরেজি কনটেন্ট বাংলায় অনুবাদের দক্ষতা, বাংলা টাইপিং স্পিড কমপক্ষে মিনিটে ৩০ থেকে ৩৫ শব্দ থাকতে হবে।

পদ ও যোগ্যতা : এক্সিকিউটিভ, বিজনেস ডেভেলপমেন্ট (সেলস)। ৩টি। বিবিএ বা এমবিএ। ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা।

কর্মস্থল : ঢাকা।

বেতন : প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী।

আবেদনের নিয়ম : অনলাইনে বিডিজবসের মাধ্যমে।

আবেদনের শেষ তারিখ : এক্সিকিউটিভ, বিজনেস ডেভেলপমেন্ট পদে ২ জুন, কনটেন্ট এক্সিকিউটিভ পদে ১২ জুন।

ওয়েব : www. ajkerdeal. com

   মন্তব্য