লাতিন আমেরিকার পশ্চিমাঞ্চলীয় দেশ পেরু। এর উত্তরে ইকুয়েডর ও কলম্বিয়া, পূর্বে ব্রাজিল, দক্ষিণ-পূর্বে বলিভিয়া, দক্ষিণে চিলি এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর।
পেরুতে বেশ কয়েকটি প্রাচীন সংস্কৃতির গোড়াপত্তন হয়। এর মধ্যে নরটে শিকো সভ্যতা ৩২ খ্রিস্টপূর্বের। এটি আমেরিকা অঞ্চলের সবচেয়ে প্রাচীন সভ্যতা। আরো রয়েছে ইনকা সাম্রাজ্য—প্রাক কলম্বিয়ান সময়ের সবচেয়ে বড় রাজ্য। স্প্যানিশ সাম্রাজ্য এই অঞ্চলটি দখল করে ষোড়শ শতাব্দীতে। তখনো তাদের রাজধানী ছিল লিমা। পেরু স্বাধীনতা অর্জন করে ১৮২৪ সালে।
এর পর থেকেই দেশটি অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে মোটামুটি স্থিতিশীল ছিল। তবে বিংশ শতাব্দীর প্রায় পুরোটাই তারা সীমান্ত বিতর্ক, অভ্যুত্থান, সামাজিক অস্থিরতা ও অভ্যন্তরীণ লড়াই নিয়ে পার করে।
সেই সংকট কাটিয়ে ওঠার পর অর্থনৈতিকভাবে বেশ এগিয়েছে তারা। উচ্চ-মধ্যম আয়ের দেশ পেরু। ওই অঞ্চলের অন্যতম সমৃদ্ধ দেশ এটি। এর প্রধান অর্থনৈতিক খাতগুলো হচ্ছে খনি, কৃষি, মৎস্য চাষ ইত্যাদি। সামাজিক স্বাধীনতার দিক থেকেও অনেকখানি এগিয়ে রয়েছে পেরু।
এক নজরে
পুরো নাম : পেরু প্রজাতন্ত্র
রাজধানী ও সবচেয়ে বড় শহর : লিমা
দাপ্তরিক ভাষা : স্প্যানিশ
অন্যান্য ভাষা : কুয়েচুয়া, আয়মারা
জাতিগোষ্ঠী : ৪৫ শতাংশ আমেরিনডিয়ান, ৩৭ শতাংশ মেসটিজো, ১৫ শতাংশ শ্বেতাঙ্গ ও অন্যান্য ৩ শতাংশ
সরকার পদ্ধতি : ইউনিটারি সেমি-প্রেসিডেনশিয়াল রিপাবলিক
প্রেসিডেন্ট : পেড্রো পাবলো কুচজিনস্কি
আইনসভা : কংগ্রেস অব দ্য রিপাবলিক
স্বাধীনতা : স্পেন থেকে ১৪ আগস্ট ১৮২৪
আয়তন : ১২ লাখ ৮৫ হাজার ২১৬ বর্গকিলোমিটার
জনসংখ্যা : তিন কোটি ১৮ লাখ ২৬ হাজার ১৮
ঘনত্ব : প্রতি বর্গকিলোমিটারে ২৩ জন
জিডিপি : মোট ৪২৯.৭১১ বিলিয়ন ডলার
মাথাপিছু : ১৩ হাজার ৫০১ ডলার
মুদ্রা : সোল (পেন)
জাতিসংঘে যোগদান : ৩১ অক্টোবর ১৯৪৫।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...