kalerkantho


জরিপ

ওবামাকেই চায় বেশির ভাগ নাগরিক

৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ওবামাকেই চায় বেশির ভাগ নাগরিক

হোয়াইট হাউস ছেড়ে গেলেও এখনো যুক্তরাষ্ট্রের ৫২ শতাংশ নাগরিক প্রেসিডেন্ট হিসেবে ফিরে পেতে চান ওবামাকেই। আর মাত্র ৪৩ শতাংশ মার্কিন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডে সন্তুষ্ট! সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট জানিয়েছে, ‘পাবলিক পলিসি পোলিং’ শীর্ষক এক জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। জরিপে বলা হয়, যুক্তরাষ্ট্রের ৪০ শতাংশ মানুষ নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিসংশন চান। ‘ইমপিচ ট্রাম্প নাউ’ শীর্ষক এক প্রচারাভিযানে এখন পর্যন্ত পাঁচ লাখেরও বেশি নাগরিক সই করেছেন।

জরিপে দেখা যায়, ট্রাম্পের নেওয়া নির্বাহী সিদ্ধান্তগুলোর প্রতিও দেশটির নাগরিকদের সমর্থন কম। যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশের নিষেধাজ্ঞার ব্যাপারে ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তের প্রতি মাত্র ২৬ শতাংশ নাগরিকের সমর্থন আছে।মন্তব্য