kalerkantho


টক অব দ্য টাউন

১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০টক অব দ্য টাউন

আমেরিকার ট্রাম্প যুগের সূচনা

২০ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অভিষেক অনুষ্ঠানে দেওয়া ভাষণে বাণিজ্য, কর, অভিবাসন ও পররাষ্ট্রনীতি—সব ক্ষেত্রে নতুন নিয়ম প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন তিনি। পূর্বসূরি বারাক ওবামার অনেক কাজ পাল্টে দেওয়ার ঘোষণা তাঁর আগেই ছিল।

ডান হাত ওপরে তুলে, বাঁ হাত আব্রাহাম লিংকনের স্মৃতিধন্য বাইবেলে রেখে প্রধান বিচারপতি জন রবার্টসের কাছ থেকে শপথ পড়েন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে সূচনা হয় ডোনাল্ড ট্রাম্পের শাসনামলের।

শপথ অনুষ্ঠানে ট্রাম্পের পাশে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প। বেশ কয়েকজন সাবেক প্রেসিডেন্ট, ঊর্ধ্বতন সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ হাজার হাজার মানুষ উপস্থিত ছিল প্রেসিডেন্টের অভিষেকে। আর টেলিভিশনের পর্দায় ওই শপথ অনুষ্ঠনে চোখ ছিল বিশ্বের অগুনতি মানুষের।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জনমতের বিভক্তির মধ্যে ৭০ বছর বয়সী ট্রাম্পের অভিষেকের মধ্য দিয়ে একটি অনিশ্চিত পথে পা রাখল যুক্তরাষ্ট্র।মন্তব্য