kalerkantho

মঙ্গলবার। ২১ ফেব্রুয়ারি ২০১৭ । ৯ ফাল্গুন ১৪২৩। ২৩ জমাদিউল আউয়াল ১৪৩৮।


নতুন মুখ

ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট মিচেল তেমের

৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন মিচেল তেমের। চলতি বছরের মে মাসে প্রেসিডেন্ট দিলমা রুসেফ বরখাস্ত হওয়ার পর থেকে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট তেমের। রুসেফের বিরুদ্ধে বাজেট ঘাটতি কমিয়ে দেখানোর অভিযোগ ছিল। এই অভিযোগেই অভিশংসনে কংগ্রেসের ভোটে বরখাস্ত হন তিনি।

৩১ আগস্ট সিনেটের ভোটাভুটিতে ৬১-২০ ভোটে ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট রুসেফের বিদায় নিশ্চিত হয়। এতে দেশটিতে বামপন্থী ওয়ার্কার্স পার্টির টানা ১৩ বছরের শাসনের অবসান ঘটল।  


মন্তব্য