kalerkantho


টক অব দ্য টাউন

৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০টক অব দ্য টাউন

পুকুরে ইলিশ চাষে সাফল্য

চার বছরের গবেষণার পর পুকুরে ইলিশ চাষে সাফল্য পেয়েছেন ভারতের নোনা জল জীব পালন অনুসন্ধান সংস্থার কাকদ্বীপ শাখার বিজ্ঞানীরা। ২১ মাসে ইলিশের ওজন হয়েছে প্রায় ৫০০ গ্রাম। লম্বা হয়েছে ৩৩০ থেকে ৩৪৫ মিলিমিটার। দেখতে অবিকল ইলিশের মতো। স্বাদও প্রায় একই। এমনকি এই চাষের ইলিশের পেটে ডিমও হয়েছে। ফলে মৎস্যবিজ্ঞানীরা আশার বাণী শুনিয়েছেন, শিগগিরই পুকুরে বড় প্রকল্প হাতে নিয়ে চাষ করা যাবে ইলিশ।

বৃহস্পতির উত্তরমেরুর ছবি

বৃহস্পতি গ্রহের উত্তরমেরুর ছবি এই প্রথম দেখল বিশ্ববাসী। মার্কিন মহাকাশ সংস্থা নাসার নভোযান জুনো ২৭ আগস্ট গ্রহটির কক্ষপথের পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকটি ছবি তোলে।

সৌরজগতে বৃহস্পতিই সবচেয়ে বড় গ্রহ। এটি পৃথিবী থেকে ৫৮ কোটি ৮০ লাখ কিলোমিটার দূরে। শক্তিশালী ক্যামেরাযুক্ত নভোযানটি বৃহস্পতির চার হাজার ২০০ কিলোমিটারের মধ্যে গিয়েছিল। নাসা গত জুলাইয়ে ১১০ কোটি ডলারের অনুসন্ধানী প্রকল্প শুরু করে।


মন্তব্য