kalerkantho


তিন দিনেই দক্ষতার সার্টিফিকেট!

দক্ষতা আছে অথচ সনদ নেই—এমন লোকের সংখ্যা অনেক। দক্ষতার সার্টিফিকেট না থাকায় তাদের কাজের মূল্যায়ন হয় না। এ রকম কাজ জানা লোকদের বিনা মূল্যে সনদ দেবে সরকার। এই দক্ষতার সনদ দেশ-বিদেশে ভালো চাকরি পেতে সাহায্য করবে

মো. সাইফুল ইসলাম   

৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০তিন দিনেই দক্ষতার সার্টিফিকেট!

অঙ্কন : মানব

কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও অনেকের কাজ নজর কাড়ে। অনেকে প্রশ্নও করে বসেন, ‘আপনি কোথায় থেকে এই শিক্ষা নিয়েছেন বা কোথায় শিখেছেন?’ কাজের সুনাম থাকলেও একটি সনদ না থাকায় ভালো একটি চাকরির জন্য কোথাও আবেদন করতে পারেন না অনেকে। যোগ্যতা থাকার পরও মেলে না ন্যায্য মজুরিও। প্রাতিষ্ঠানিক স্বীকৃতি বঞ্চিত অথচ হাতের কাজে দক্ষ ব্যক্তিদের কর্মজীবনে উন্নতি ও সামাজিক মর্যাদা বাড়াতে পূর্ব দক্ষতার স্বীকৃতি দেবে সরকার। স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের (স্টেপ) মাধ্যমে দেওয়া হবে Recognition of Prior Learning বা RPL সার্টিফিকেট। খুব সহজেই মিলবে জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে গ্রহণযোগ্য বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের দেওয়া এ সনদ। এর জন্য আপনাকে মাত্র তিন দিন ব্যয় করতে হবে। খরচ করতে হবে না কোনো টাকা-পয়সা। উপরন্তু থাকা-খাওয়ার ব্যবস্থা, যাতায়াত খরচ দেবে সরকার বা স্টেপ প্রকল্প।

 

কারা পাবেন

সার্টিফিকেটের বিষয়, তা পাওয়ার পদ্ধতিসহ নানা দরকারি তথ্য জানিয়ে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট। প্রকল্পটির উপপ্রকল্প পরিচালক

মো. আবদুর রহমান জানান, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স (কনস্ট্রাকশন), মোটরসাইকেল সার্ভিসিং, প্ল্যাম্বিং, টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং, ওয়েল্ডিং, ব্লক-বাটিক অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং, সুইং মেশিন অপারেশন, আইটি সাপোর্ট, সোলার ইলেকট্রিক্যাল সিস্টেম, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং বিষয়ে দক্ষদের সনদ দেওয়া হবে।

 

দক্ষতার সনদ পাবেন যেভাবে

ওপরে বর্ণিত বিষয়গুলোর যেকোনো একটিতে বাস্তব দক্ষতাসম্পন্ন ব্যক্তি এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত আবেদনকারীকে প্রকল্পের অ্যাসেসমেন্ট কেন্দ্রে গিয়ে সংশ্লিষ্ট বিষয়ে দুই দিনের ওরিয়েন্টেশনে অংশ নিতে হবে।

তৃতীয় দিনে হাতে-কলমে আবেদনকারীর যোগ্যতার মূল্যায়ন (অ্যাসেসমেন্ট) করা হবে। দক্ষতার প্রমাণ দিতে পারলেই মিলবে কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট। রেজিস্ট্রেশন ফরম ও অন্যান্য তথ্য পাওয়া যাবে আরপিএল অ্যাসেসমেন্ট কেন্দ্রে ও প্রকল্পের ওয়েবসাইটে (www.step-dte.gov.bd)। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ০১৯৯২০০৭১৩৭ নম্বরে যোগাযোগ করেও জানা যাবে দরকারি তথ্য।

কেন্দ্র ও যোগাযোগের নম্বর

♦    বাংলাদেশ-জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ঢাকা

     ফোন : ০২-৯০০২০১৮, ০১৭১৫১৫৮১৫৩

♦    স্টার বাংলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, গাজীপুর

     ফোন : ০১৭২৭২২৮০৪১, ০১৭২৬৮৫১৯১৫

♦    ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি, চট্টগ্রাম

     ফোন : ০১৮১৯৩৭৯০৬১, ০১৭৭৬৫২৭৪৫৭

♦    ওয়েস্টার্ন মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রাম

     ফোন : ০১৮১৬৬০৯৪৭২, ০১৮১৭২০০৬২৮

♦    খুলনা শিপইয়ার্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার

     ফোন : ০৪১-৮১৩৯৭৫-এক্স-২৯৬, ০১৯২৫৪৪০০৪৪

♦    শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা

     ফোন : ০২-৮০৫৪১৬৭, ০১৭৫৭৪৩০৫০৩

♦    ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, বগুড়া

     ফোন : ০৫১-৬৫৬২৪, ০১৯১৬-১২৫৫৪৬

♦    ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, রংপুর

     ফোন : ০১৭১২১৯০১২২, ০১৭১৫৬০১২০০

♦    বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, চট্টগ্রাম

     ফোন : ০১৭১১২৭৩৭০৮, ০১১৯৮২৩৮৫১২

♦    ইউসেপ-ঢাকা টেকনিক্যাল স্কুল

     ফোন : ০২-৯০০৮৭১৫, ০১৮১৯১৪৫১৫৮

♦    টিএমএমএস টেকনিক্যাল ইনস্টিটিউট, বগুড়া

     ফোন : ০৫১-৭৮৫৬৩, ০১৭১৩৩৭৭১৩৩

♦    সুন্দরবন ইনস্টিটিউট অব টেকনোলজি, খুলনা

     ফোন : ০৪১-৭৬০১৬৭, ০১৭৩০১৭৩৪৭৪

♦    সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সিলেট

     ফোন : ০৮২১-৮৪০৮০০, ০১৭১১৯৮৬০১৯

♦    ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল

     ফোন : ০৪৩১-৬৪২১২, ০১৭৫৫৫২৫৬৬৯

♦    ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, নারায়ণগঞ্জ

     ফোন : ০১৭৩১০০৬৯৮৯, ০১৯৭১২২০০৯৯

♦    ইউসেপ-গাজীপুর টেকনিক্যাল স্কুল

     ফোন : ০২-৯২০৪৩৫৫, ০১৭১১১১২৪৫৫

♦    রুমডো ইনস্টিটিউট অব মডার্ন টেকনোলজি, ময়মনসিংহ

     ফোন : ০১৭১৫০৬৭৩৭০, ০১৯৩৬০০৫৮৫১

♦    শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল কলেজ, ঢাকা

     ফোন : ০২-৯১৪৩২৮৬, ০১৭৫৪৯৭৮১৭৩

♦    সেন্টার ফর মাস এডুকেশন ইন সায়েন্স, গাজীপুর

     ফোন : ০১৯১৪৭৯৯৫০২, ০১৭১১৪৩৯৩২৪

    আহছানিয়া মিশন ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ফর ওয়ার্কিং চিলড্রেন, ঢাকা

     ফোন : ০১৭১১০৪২৭৩০, ০১৯১৬৮৬১৭৫৭


মন্তব্য