kalerkantho

শনিবার । ২১ জানুয়ারি ২০১৭ । ৮ মাঘ ১৪২৩। ২২ রবিউস সানি ১৪৩৮।


দেশ পরিচিতি

১৬ মার্চ, ২০১৬ ০০:০০দেশ পরিচিতি

চিলি

লাতিন আমেরিকান দেশ চিলি। পূর্বে আন্দিজ পর্বতমালা এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগরের মাঝে একফালি ভূখণ্ড চিলি। এর উত্তরে পেরু, উত্তর-পূর্বে বলিভিয়া, পূর্বে আর্জেন্টিনা এবং দক্ষিণে ড্রেক প্যাসেজ। মহাদেশের সবচেয়ে সমৃদ্ধ ও স্থিতিশীল দেশগুলোর একটি চিলি। দেশটিতে অভ্যুত্থানের ঘটনা তুলনামূলকভাবে অনেক কম ঘটেছে। তবে অগাস্টো পিনোশের ১৭ বছরের শাসনামলে র সময়টিতে অন্তত তিন হাজার লোক নিহত বা নিখোঁজ হয়।

২০১০ সালে ডানপন্থী প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা প্রায় দুই দশকের বামপন্থী শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসেন। ২০১৪ সালে বর্তমান প্রেসিডেন্ট মিশেল বাসেলেতের কাছে পরাজিত হন তিনি। লাতিন আমেরিকার অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ চিলি। তাদের প্রধান আয়ের পথ তামা রপ্তানি। অঞ্চলিক রাজনীতিতেও এর ভূমিকা আছে। যদিও পেরু ও বলিভিয়ার সঙ্গে তাদের সম্পর্ক খুব ভালো নয়।

একনজরে

পুরো নাম   : চিলি প্রজাতন্ত্র

রাজধানী    : সান্তিয়াগো

রাষ্ট্র ভাষা   : স্প্যানিশ

সরকার     : প্রেসিডেন্ট শাসিত

       সাংবিধানিক প্রজাতন্ত্র

প্রেসিডেন্ট    : মিশেল বাসেলেত

আইনসভা    : জাতীয় কংগ্রেস

উচ্চকক্ষ     : সিনেট

নিম্নকক্ষ     : চেম্বার অব ডেপুটিজ

আয়তন : সাত লাখ ৫৬ হাজার ৯৬

       বর্গ কিলোমিটার

প্রধান ধর্ম   : খ্রিস্টান

জনসংখ্যা    : এক কোটি ৮০ লাখ ছয়

       হাজার ৪০৭ জন

ঘনত্ব  : প্রতি বর্গকিলোমিটারে ২৪

       জন

গড় আয়ু    : ৭৬ বছর (পুরুষ), ৮২ বছর

       (নারী)

প্রধান রপ্তানি পণ্য : তামা, মাছ, ফল,

       কাগজ, মণ্ড, রাসায়নিক দ্রব্য।

জিডিপি : মোট ৪১০ দশমিক ২৭৭

       বিলিয়ন ডলার, মাথাপিছু

       ২৩ হাজার ১৬৫ ডলার

মুদ্রা  : পেসো

জাতিসংঘে যোগদান: ২৪ অক্টোবর ১৯৪৫।

তামান্না মিনহাজ 


মন্তব্য