kalerkantho

কর্ম খালি

১৬ মার্চ, ২০১৬ ০০:০০প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

পদ ও যোগ্যতা : রিসোর্স পার্সোন, ২৫টি। বিএডসহ বিএ, বিকম, বিএসসি।

আবেদনের শেষ তারিখ : ২০ মার্চ।

আবেদনের ঠিকানা : যুগ্ম সচিব (উন্নয়ন-১), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, কক্ষ নং-৬১৬, ভবন নং-৭ম তলা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০।

ওয়েব : www.dpe.gov.bd

সূত্র : যুগান্তর, ৯ মার্চ, পৃ. ৬; বাংলাদেশ প্রতিদিন, ১০ মার্চ, পৃ. ৬

 

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড

পদ ও যোগ্যতা : কম্পিউটার অপারেটর, ১টি। স্নাতক।

বেতনক্রম : ১১০০০-২৭৩০০ টাকা।

পদ ও যোগ্যতা : সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, ৫টি। উচ্চ মাধ্যমিক বা ডিপ্লোমা ইন কমার্স বা আলিম উত্তীর্ণ।

বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।

পদ ও যোগ্যতা : সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ১টি। উচ্চ মাধ্যমিক বা ডিপ্লোমা ইন কমার্স বা আলিম উত্তীর্ণ।

বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।

পদ ও যোগ্যতা : অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ১৯টি। উচ্চ মাধ্যমিক বা ডিপ্লোমা ইন কমার্স বা আলিম পরীক্ষায় উত্তীর্ণ। গাড়িচালক, ২টি। অষ্টম শ্রেণি পাস। হেভি বা লাইট লাইসেন্সসহ ৩ বছরের অভিজ্ঞতা। কেয়ারটেকার, ১টি। এসএসসি বা সমমান। লিফট চালক, ২টি। অষ্টম শ্রেণি পাস।

বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

পদ ও যোগ্যতা : ডেসপাচ রাইডার, ১টি। অষ্টম শ্রেণি পাস এবং সাইকেল বা মোটরসাইকেল চালনায় দক্ষ।

বেতনক্রম : ৯০০০-২১৮০০ টাকা।

পদ ও যোগ্যতা : অফিস সহায়ক, ৫টি। অষ্টম শ্রেণি পাস। স্টোর গার্ড, ১৩টি। অষ্টম শ্রেণি পাস।

বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ৭ এপ্রিল।

আবেদনের ঠিকানা : সচিব, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ৬৯-৭০, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০। ওয়েব : www.nctb.gov.bd

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৯ মার্চ, পৃ. ৬, ইত্তেফাক, ১০ মার্চ, পৃ. ১৩

 

ওয়ার্ল্ড ব্যাংক

পদ ও যোগ্যতা : সিনিয়র ফিনানশিয়াল সেক্টর স্পেশালিস্ট। ফিন্যান্স, অর্থনীতি, ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি এবং আট বছরের অভিজ্ঞতা।

আবেদনের শেষ তারিখ : ২৮ মার্চ।

আবেদনের ঠিকানা : অনলাইনে www.worldbank.org/careers এর মাধ্যমে আবেদন করতে হবে।

সূত্র : ডেইলি স্টার, ১৩ মার্চ, পৃ. ৪

 

কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ

পদ ও যোগ্যতা : প্রভাষক-বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, ভূগোল, মনোবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, ইসলাম শিক্ষা, ইসলামের ইতিহাস, সমাজবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, চারুকলা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ স্নাতকোত্তর। ২টি প্রথম শ্রেণি থাকতে হবে। প্রভাষক-শারীরিক শিক্ষা। বিপিএড ও এমপিএড অথবা যেকোনো বিষয়ে স্নাতকসহ শারীরিক শিক্ষা বিষয়ে ডিপ্লোমা। কম্পিউটার অপারেটর। ৩ বছরের অভিজ্ঞতা। সিকিউরিটি গার্ড। অষ্টম শ্রেণি পাস এবং সেনা, আনসার ও পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য।

আবেদনের শেষ তারিখ : ২২ মার্চ।

আবেদনের ঠিকানা : কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, বাড়ি-২৩, সড়ক-১৪/এ, ধানমণ্ডি আ/এ, ঢাকা-১২০৫।

সূত্র : প্রথম আলো, ১০ মার্চ, পৃ. ৪

 

ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন

ক।  ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন সহায়তা (২য় পর্যায়) শীর্ষক প্রকল্প

পদ ও যোগ্যতা : উপ-আঞ্চলিক ব্যবস্থাপক, ৬০টি। স্নাতকোত্তর।

বেতন : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে, বেতন গ্রেড-১০।

পদ ও যোগ্যতা : অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ৪টি। হিসাবরক্ষক, ১টি। স্নাতক ও ৩ বছরের অভিজ্ঞতা।

বেতন : বেতন গ্রেড-১৩।

পদ ও যোগ্যতা : মাঠ সংগঠক, ১৮০টি। এইচএসসি।

বেতন : বেতন গ্রেড-১৬।

খ। ফাউন্ডেশনে নিয়োগযোগ্য পদ

পদ ও যোগ্যতা : সহকারী মহাব্যবস্থাপক (আইসিটি, হার্ডওয়্যার মেইনটেন্যান্স ও রিসার্চ/আইসিটি, সফটওয়্যার ও ডকুমেন্টেশন), ১টি। পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, গণিত, পরিসংখ্যান, কমার্স, সমাজবিজ্ঞান, ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর অথবা কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, হার্ডওয়্যার অ্যান্ড মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

বেতন : বেতন গ্রেড-৬।

পদ ও যোগ্যতা : সহকারী ব্যবস্থাপক (নিরীক্ষা), ১টি। ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর। ২ বছরের অভিজ্ঞতা। উপজেলা ব্যবস্থাপক, ১১টি। স্নাতকোত্তর।

বেতন : বেতন গ্রেড-১০।

পদ ও যোগ্যতা : মাঠ কর্মকর্তা, ১০টি। এইচএসসি।

বেতন : বেতন গ্রেড-১৬।

গ। দারিদ্র্য বিমোচনে এসএফডিএফ কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প পদ

পদ ও যোগ্যতা : মাঠ সংগঠক। এইচএসসি।

বেতন : বেতন গ্রেড-১৬।

আবেদনের শেষ তারিখ : ১ এপ্রিল।

আবেদনের ঠিকানা : ক-এ বর্ণিত প্রার্থীরা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন সহায়তা (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্প, প্রধান কার্যালয়, পল্লী ভবন, সপ্তম তলা, ৫ কাওরান বাজার, ঢাকা-১২১৫। খ-এ বর্ণিত প্রার্থীরা প্রকল্প পরিচালক, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন, প্রধান কার্যালয়, পল্লী ভবন, সপ্তম তলা, ৫ কাওরান বাজার, ঢাকা-১২১৫। গ-এ বর্ণিত প্রার্থীরা ব্যবস্থাপনা পরিচালক, দারিদ্র্য বিমোচনে এসএফডিএফ কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প, প্রধান কার্যালয়, পল্লী ভবন, সপ্তম তলা, ৫ কাওরান বাজার, ঢাকা-১২১৫ ঠিকানায় দরখাস্ত পাঠাতে হবে।

ওয়েব : www.sfdf.org.bd

সূত্র : ইত্তেফাক, ১১ মার্চ, পৃ. ১৫

 

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোং লিমিটেড

পদ ও যোগ্যতা : মেডিক্যাল অফিসার, ১টি। এমবিবিএস।

বেতন : ৩০০০০ টাকা।

পদ ও যোগ্যতা : সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ৮টি (মেকানিক্যাল ৪টি, ইলেকট্রিক্যাল ২টি, সিভিল ২টি)। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।

বেতন : ২৩১০০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ৩১ মার্চ।

আবেদনের ঠিকানা : অনলাইনে আবেদন করতে হবে।

ওয়েব : career.nwpgcl.org.bd

সূত্র : ইত্তেফাক, ১০ মার্চ, পৃ. ১৬

 

হেলথ অ্যান্ড হোপ স্পেশালাইজড হাসপাতাল

পদ ও যোগ্যতা : মেডিক্যাল অফিসার, ৮টি। এমবিবিএস এবং আইসিইউতে ২ বছরের অভিজ্ঞতা। আইসিইউ নার্স, ১৪টি। নার্সিংয়ে ডিপ্লোমা এবং আইসিইউতে ১ বছরের অভিজ্ঞতা। ডায়ালাইসিস টেকিনিশিয়ান/ অপারেটর, ২টি। ডায়ালাইসিসে ১ বছরের অভিজ্ঞতা।

আবেদনের শেষ তারিখ : ২০ মার্চ।

আবেদনের ঠিকানা : হেলথ অ্যান্ড হোপ স্পেশালাইজড হাসপাতাল, ০১০৫০২/২/জি পান্থপথ, ঢাকা-১২০৫

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১০ মার্চ, পৃ. ৭

 

সাধারণ বীমা করপোরেশন

পদ ও যোগ্যতা : সহকারী ব্যবস্থাপক। স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি।

বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

পদ ও যোগ্যতা : জুনিয়র অফিসার। স্নাতক।

বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ৪ এপ্রিল।

আবেদনের ঠিকানা : অনলাইনে আবেদন করতে হবে। ওয়েব : ংনপ.ঃবষবঃধষশ.পড়স.নফ

সূত্র : ইত্তেফাক, ১১ মার্চ, পৃ. ৪

 

ব্র্যাক- আড়ং ডেইরি

পদ ও যোগ্যতা : অফিসার (ওয়ার্কশপ)। ডিপ্লোমা ইন অটোমোবাইল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ৫ বছরের অভিজ্ঞতা। অফিসার (স্টোর)। স্নাতকোত্তর। ৩ বছরের অভিজ্ঞতা। ব্রাঞ্চ ম্যানেজার। ডিস্ট্রিবিউশন ইনচার্জ। স্নাতক। ৩ বছরের অভিজ্ঞতা। সেলস অফিসার। এইচএসসি। ১ বছরের অভিজ্ঞতা।

আবেদনের শেষ তারিখ : ২৭ মার্চ।

আবেদনের ঠিকানা : ব্র্যাক, মানবসম্পদ বিভাগ, ব্র্যাক সেন্টার, ৫ম তলা, ৭৫ মহাখালী, ঢাকা-১২১২।

সূত্র : প্রথম আলো, ১১ মার্চ, পৃ. ২৬

 

প্রাণ

পদ ও যোগ্যতা : সেলস এক্সিকিউটিভ। এইচএসসি পাস। স্নাতক অধ্যয়নরতরাও আবেদন করতে পারবেন।

সরাসরি বাছাই পরীক্ষা : ২২, ২৯ ও ৩১ মার্চ, সকাল ১০টা।

ঠিকানা : প্রাণ এইচআরএম ডিপার্টমেন্ট, হোসেন সুপার মার্কেট, লেভেল-৬, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৭ মার্চ, পৃ. ৯

 

বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)

পদ ও যোগ্যতা : জোনাল ম্যানেজার, ১২টি। স্নাতকোত্তর এবং ১২ বছরের অভিজ্ঞতা।

বেতন : ২৮৪২৩ থেকে ৩৪২০৩ টাকা।

আবেদনের শেষ তারিখ : ২০ মার্চ।

পদ ও যোগ্যতা : নার্স। ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি।

বেতন : ২১৪০০ টাকা।

পদ ও যোগ্যতা : ফিল্ড সাপোর্ট অফিসার। স্নাতক। ২ বছরের অভিজ্ঞতা।

বেতন : ১৭৬৫৫ টাকা।

আবেদনের শেষ তারিখ : ২৬ মার্চ।

আবেদনের ঠিকানা : পরিচালক (প্রশিক্ষণ ও মানবসম্পদ), বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ), প্রধান কার্যালয়, বাড়ি-১৮৩, ইস্টার্ন রোড, লেন-২, নিউ ডিওএইচএস, মহাখালী, ঢাকা-১২০৬।

সূত্র : প্রথম আলো, ৯ মার্চ, পৃ. ১৫

 

রায়হান আহমদ আশরাফী

ও শেখ আসিফ রহমান


মন্তব্য