kalerkantho

বুধবার । ৭ ডিসেম্বর ২০১৬। ২৩ অগ্রহায়ণ ১৪২৩। ৬ রবিউল আউয়াল ১৪৩৮।


দেশ পরিচিতি

২ মার্চ, ২০১৬ ০০:০০দেশ পরিচিতি

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র

আফ্রিকা মহাদেশের ভূমিবেষ্টিত দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। এর উত্তর সীমান্তে শাদ, উত্তর-পূর্বে সুদান, পূর্ব-দক্ষিণে সুদান, দক্ষিণে গণপ্রজাতন্ত্রী কঙ্গো ও কঙ্গো প্রজাতন্ত্র এবং পশ্চিমে ক্যামেরুন।

 

ফ্রান্সের কাছ থেকে ১৯৬০ সালে স্বাধীনতা পাওয়ার পর থেকেই দেশটি অস্থিতিশীল। হীরা, সোনা, তেল, ইউরেনিয়ামের মতো খনিজে সমৃদ্ধ হলেও বিশ্বের অন্যতম দরিদ্র দেশ এটি। দেশটিতে খ্রিস্টানরা সংখ্যালঘু হলেও ২০১৩ সালে সেলেকা নামে মুসলিম বিদ্রোহীদের কয়েকটি গ্রুপ ক্ষমতা দখল করে। ফলে স্বাধীনতার পর থেকে যে অস্থিরতা চলছিল তা রূপ নেয় সংঘাতে। অ্যান্টি বালাকা নামে একটি খ্রিস্টান জঙ্গিগোষ্ঠী তৈরি হয় সেলেকার মোকাবিলায়। আন্তর্জাতিক চাপের কারণে ২০১৪ সালে সেলেকা একটি অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু মাসের পর মাস সংঘাত চলতেই থাকে। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ও ফরাসি মিশনের উপস্থিতির পরও দেশটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়।

একনজরে

পুরো নাম   : মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র

রাজধানী    : বাঙ্গুই

সরকারি ভাষা : সাঙ্গো, ফরাসি

জাতিগোষ্ঠী   : বায়া, বান্দা, মান্দজিয়া, সারা,

       ফুলানি, এমবম, এমবাকা,

       ইয়াকোমা ও অন্যান্য

সরকার পদ্ধতি : প্রভিশনাল রিপাবলিক

প্রেসিডেন্ট    : ফাওস্টিন-আরচেঞ্জ তোওয়াদেরা

আইনসভা    : জাতীয় পরিষদ (স্থগিত)

স্বাধীনতা    : ১৩ আগস্ট ১৯৬০ (ফ্রান্স থেকে)

আয়তন : ছয় লাখ ২২ হাজার ৯৮৪

       বর্গকিলোমিটার

জনসংখ্যা    : ৪৭ লাখ ৯ হাজার

ঘনত্ব : প্রতি বর্গকিলোমিটারে ৭.১ জন

জিডিপি : মোট ২.৫৭৪ বিলিয়ন ডলার,

       মাথাপিছু ৩৫৮ ডলার

মুদ্রা  : সেন্ট্রাল আফ্রিকান সিএফএ

       ফ্রাঙ্ক

জাতিসংঘে যোগদান : ২০ অক্টোবর ১৯৬০।


মন্তব্য