kalerkantho

ওয়েব রিভিউ

পরিসংখ্যানে পোক্ত হতে

ফয়সল আবদুল্লাহ   

২৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপরিসংখ্যানে পোক্ত হতে

পড়াশোনার জন্য খান একাডেমি ডট অর্গ-এর সুনাম বিশ্বজুড়ে। বিজ্ঞান, কম্পিউটার, গণিত ও প্রকৌশল বিদ্যা শেখার এক সুবিশাল ভাণ্ডার। আর তোমাদের মধ্যে যাদের পরিসংখ্যান পড়তে হয়, তাদের জন্যও আছে জরুরি অনেক টপিক নিয়ে দারুণ সব ভিডিও আলোচনা। লিংকটা হলো https://www.khanacademy.org/math/statistics-probability। তথ্য শ্রেণিবিন্যাসকরণ, সম্ভাবনা যাচাই, নমুনায়ন, দৈব চলক এসবের মতো খটমটে বিষয়গুলোকে উপস্থাপন করা হয়েছে একদম সহজ করে। আছে কাই-স্কয়ার টেস্ট ও অ্যাডভান্সড রিগ্রেশনের মতো চ্যাপ্টারও। আবার পরিসংখ্যানের মৌলিক বিষয়গুলোর ধারণা পরিষ্কার করতে আছে হাইস্কুল স্ট্যাটিসটিকস নামের একটি পেজ। যার লিংক- https://www.khanacademy.org/math/probability। এখানে পাবে স্ক্যাটারপ্লট, টু-ওয়ে টেবল, স্টাডি ডিজাইন, বায়োনমিয়াল ডিসট্রিবিউশন, নরমাল ডিসট্রিবিউশন ইত্যাদির ওপর ভিডিও টিউটরিয়াল। প্রতিটি অধ্যায়ের পাশেই আছে নিজেকে ঝালিয়ে নেওয়ার প্রাকটিস বিভাগ। পড়াশোনা শেষে প্রতিটি পেইজের নিচে থাকা কোর্স চ্যালেঞ্জ বাটনে ক্লিক করে দিতে পারবে ৩০-৪৫ মিনিটের পরীক্ষা।

 

 

মন্তব্য