kalerkantho


ওয়েব রিভিউ

ববের যন্তরমন্তর ঘর

ফয়সল আব্দুল্লাহ   

১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ববের যন্তরমন্তর ঘর

তেল বা ব্যাটারি নয়, সাবান দিয়ে চলবে এমন একটা খেলনা স্টিমার বানালে কেমন হয়? বা ধরো নানা রঙের এমন একটা পানীয় বানালে, যেটা আবার চাইলে খাওয়াও যাবে। নিজে নিজে রক ক্যান্ডি বানানোর ফর্মুলাটা কী? এসবের উত্তর মিলবে সায়েন্সবব ডট কম

ওয়েবসাইটটির এক্সপেরিমেন্ট মেন্যুতে। এসবের পাশাপাশি বিজ্ঞানের নানা জিজ্ঞাসার উত্তর ও মজার গবেষণাধর্মী লেখা পাওয়া যাবে এতে। বব নামের এক শিক্ষক-উপস্থাপক তৈরি করেছেন এ সাইট (ংপরবহপবনড়ন.পড়স)। আমেরিকান বিভিন্ন টিভি চ্যানেলের জন্য শিশুতোষ বিজ্ঞাননির্ভর প্রগ্রাম বানান তিনি। তাই সাইটে পাওয়া যাবে অজস ভিডিও। মূলত মজার উপস্থাপনার জন্যই খ্যাতি পেয়েছেন বব মশাই। বিজ্ঞানকে একেবারে ছেলের হাতের মোয়ার মতো তুলে ধরতে পারেন তিনি। এক্সপেরিমেন্টের জন্য হেন কোনো কাজ নেই যে করেন না। একবার দ্রুতগামী এক উড়োজাহাজে চড়েছিলেন চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির সিমুলেট করার জন্য। উড়োজাহাজটি যখন দ্রুত নিচের দিকে নামতে থাকে, তখন তার ভেতর মাধ্যাকর্ষণের অনুভূতিটাও কমতে থাকে। ওই অবস্থায় টেনিস বল নিয়ে জাগলিং করলে কেমন হবে, সেটি দেখানোই ছিল ববের উদ্দেশ্য! পদার্থবিজ্ঞানের বিভিন্ন সূত্রের মজার পরীক্ষা থেকে শুরু করে রাসায়নিক বিক্রিয়ার এক্সপেরিমেন্টে মজার সময় কাটাতে খুদে বিজ্ঞানীরা চটজলদি ঢু মেরে আসো ববের সাইটটিতে।

  

 মন্তব্য