kalerkantho

ওয়েব রিভিও

সহজেই গণিত

১১ এপ্রিল, ২০১৮ ০০:০০সহজেই গণিত

পড়াশোনার ওয়েবসাইটগুলোর একটা বড় বৈশিষ্ট্য হলো দরকারি টপিক খুঁজে পাওয়ার সহজ পদ্ধতি। গণিত শেখার ওয়েবসাইট পারপালম্যাথ ডটকম-এ (চঁত্ঢ়ষবসধঃয.পড়স) সেটা আছে। বর্ণের ক্রমানুসারে সাজানো আছে গণিতের বিভিন্ন চ্যাপ্টার। শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব বিষয়ই পাওয়া যাবে। আবার ধাপে ধাপে শেখার তালিকাও আছে এতে। মানে শুরুতে সংখ্যার ধারণা থেকে ধীরে ধীরে শেখানো হয়েছে চলক, সমীকরণ, গ্রাফ, লিনিয়ার প্রগ্রামিং, কোয়াড্রেটিক, মেট্রিক্স, দ্বিঘাত সমীকরণ, ত্রিকোণমিতি ইত্যাদি। প্রয়োজনীয় ছবি, গ্রাফ ও সূত্র দিয়ে বোঝানো হয়েছে প্রতিটি অধ্যায়। পড়া শেষে চাইলে কুইজও দিতে পারবে। মূল মেন্যুতেই আছে স্টাডি স্কিলস কুইজ। আছে হোমওয়ার্ক তৈরির গাইডলাইনও।

এই সাইটের বামেই পাওয়া যাবে বিভিন্ন পরীক্ষাভিত্তিক গণিতের কোর্সের লিংক। সবকটাই বিনা মূল্যে শেখাবে। এর মধ্যে কিছু সাইটে রেজিস্ট্রেশন করে নিতে হবে।

১৯৯৮ সালে এলিজাবেথ স্ট্যাপল নামের যুক্তরাষ্ট্রের এক শিক্ষক ওয়েবসাইটটি চালু করেন। খুব বেশি গল্প বা লেখার পরিধি না বাড়িয়ে অনেকটা সহজবোধ্য পাঠ্যবইয়ের আদলেই সাইটটি তৈরি করেছেন তিনি।

ফয়সল আবদুল্লাহমন্তব্য