kalerkantho


ক্যাম্পাস সংবাদ

২৩-২৫ ফেব্রুয়ারি আদমজীতে বিজ্ঞান উৎসব

৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০আগামী ২৩-২৫ ফেব্রুয়ারি আদমজী ক্যান্টনমেন্ট কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৩য় এসিসি জাতীয় বিজ্ঞান উৎসব’। আয়োজক ‘নিউট্রিনো এসিসি সায়েন্স ক্লাব’। পদার্থ বিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, প্রাণরসায়ন, আইসিটি, জ্যোতির্বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, রোবোটিক্স বিষয়ে অলিম্পিয়াড, মেকানিক্যাল, নন-ম্যাকানিকেল, আইটি, সাইকোলজি বিষয়ে প্রজেক্ট ডিসপ্লে, দেয়ালিকা, কুইজ, রুবিকস কিউব, আইকিউ টেস্ট, সুডোকু, সায়েন্স ফিকশন রচনা, উপস্থিত বক্তৃতা, শব্দছক, খুনি নির্ণয়, মাল্টিমিডিয়া প্রদর্শনী, প্রোগ্রামিংসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

২০১৪ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি ইতিমধ্যে ১৫টির বেশি বিজ্ঞান উৎসব এবং কর্মশালা আয়োজন করছে। ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট আহসান সিদ্দিক জানান, ‘দেশের অন্যতম সর্ববৃহৎ এ বিজ্ঞান উৎসবে আমরা সবার অংশগ্রহণ কামনা করছি। এ উৎসব বিজ্ঞানের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে মনে করি।’ রেজিস্ট্রেশনের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি।  বিস্তারিত জানা যাবে এ ঠিকানায়: https://goo.gl/u91j9n।    —নাদিম মজিদমন্তব্য