kalerkantho


শিল্পকলা একাডেমিতে ‘ইপিলগ ০৯’ প্রদর্শনী

ডিজাইন স্টুডিও কোর্সের অংশ হিসেবে বুয়েটের স্থাপত্য বিভাগের অনার্স শেষ বর্ষের শেষ সেমিস্টারের ছাত্রছাত্রীরা নানা সমস্যার সমাধান করতে যেসব প্রজেক্ট জমা দিয়েছিলেন, সেগুলো নিয়ে ২-৬ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমিতে ‘ইপিলগ ০৯’ প্রদর্শনী হয়। প্রজেক্টগুলোর মধ্যে নির্বাচিত ১২টি নিয়ে লিখেছেন তন্ময় রায়

২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০শিল্পকলা একাডেমিতে ‘ইপিলগ ০৯’ প্রদর্শনী

সায়ন সুরের প্রজেক্ট

ইন সার্চ হিউম্যানি স্পেস ফর সোশ্যালি এক্সক্লুডেড মার্জিনালাইজড কমিউনিটি ইন দৌলতদিয়া

সায়ন সুর

রাজবাড়ীর দৌলতদিয়া রেলস্টেশনের ঠিক পাশ ঘেঁষে যৌনপল্লী। সেখানে যৌনকর্মীরা থাকে। তারা একই জায়গায় পেশাগত কাজ ও বসবাস করে। ফলে তারা ও তাদের সন্তানরা নানা ধরনের রোগ ও মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়। এ সমস্যার হাত থেকে তাদের বাঁচাতে পল্লীতে স্বল্প দূরত্বে চারটি নির্ধারিত স্থান তৈরি করা হবে। বেশি সময়ের খদ্দেরের জন্য ৭০টি ঘর থাকবে। আর অল্প সময়ের খদ্দেরদের জন্য তিনটি নির্ধারিত স্থানে থাকবে শখানেক ঘর। এই জায়গাগুলোর আশপাশে খদ্দেরদের জন্য ১৫০টি দোকান হবে। অন্যদিকে যৌনকর্মী ও সংশ্লিষ্টদের থাকার ৩০ ফুট লম্বা ২০০ ভবন হবে পল্লীতে। কোনোটি হবে দোতলা, কোনোটি তিনতলা। প্রতি তলায় আটটি ঘর থাকবে। যাদের সন্তান আছে তারা দুই রুমে, যাদের সন্তান নেই তারা এক রুমে থাকবে। প্রতি ভবনের নিচতলায় ডিপ টিউবওয়েল, রান্নাঘর ও দুটি টয়লেট থাকবে। প্রতিটি ভবনের নিচে একটি করে দোকানও থাকবে। তাদের ও সন্তানদের বিনোদনের জন্য ১৬টি ভবন পর পর ২৪০ ফুট লম্বা ও ৩০ ফুট চওড়া একটি খেলার মাঠ থাকবে। তাদের শারীরিক ও মানসিক শ্রম লাঘব ও বিনোদনের জন্য পল্লীতে হস্ত ও কুটিরশিল্প প্রশিক্ষণ কেন্দ্র হবে। সেখানে পাইঅ্যাক্ট, কর্মমুখী কল্যাণ সংস্থা, এমএমএস ও গণস্বাস্থ্য নামের এনজিওর কর্মীরা সেলাই, বুটিক, বেত ও মৃিশল্পের কাজ শেখাবেন। চারটি এনজিওর অফিসই পল্লীয় সীমানায় হবে।     
      


মন্তব্য