kalerkantho


ওয়েব রিভিউ

আঁকাটা এবার শিখেই ফেলো

৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০আঁকাটা এবার শিখেই ফেলো

ছবি আঁকার শখ আছে অথচ স্কুলে ছবি আঁকার বিষয় নেই? প্রাকটিক্যাল খাতার ছবি আঁকতে গিয়ে হিমশিম খাচ্ছ? ধরনা দিতে হচ্ছে বড়দের দরবারে? কিন্তু কী করার আছে? কোথাও যে ভর্তি হয়ে ছবি আঁকা শিখবে, সে সময়টাও নেই। সুখবর হচ্ছে, অনলাইনেই চাইলে তুমি বেসিক থেকে শুরু করে ছবি আঁকার উচ্চতর কোর্সও করতে পারো। একদম ফ্রিতে! ইউটিউব ঘাঁটলেই মিলবে ভিডিও টিউটরিয়াল। এমনই এক চ্যানেল ইজি ড্রইং টিউটরিয়ালস। ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে মজার সব অঙ্কন কৌশল। আবার এর ওয়েবসাইট www.easydrawingtutorials.com-এ ধাপে ধাপে একটি ছবি আঁকার সব পর্যায় বুঝিয়ে দেওয়া আছে ছবির মাধ্যমে। অর্থাৎ ইন্টারনেটের গতি দুর্বল হলে ওয়েবসাইটটিতে গিয়েই শেখা যাবে। এখানে পাবে তোমার পছন্দের সুপার হিরোদের আঁকার টিউটরিয়ালও। ওয়েবসাইটে ঢুকলেই চোখে পড়বে অনেকগুলো পদ্ধতি। যেকোনো একটি পছন্দ করেই শুরু করে দিতে পারো। আবার বাম পাশের মেন্যু থেকেও বাছাই করার অপশন আছে। এ ছাড়া আছে সার্কেল লাইন আর্ট স্কুলের ইউটিউব চ্যানেল। সেখানেও শত শত ভিডিও। লিঙ্ক : www.youtube.com/user/circlelinemedia

সহায়তার জন্য : www.youtube.com/user/MyDrawingTutorial।        —মিজানুর রহমান


মন্তব্য