kalerkantho

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছায়াছবি উৎসব

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

৩০ অক্টোবর, ২০১৮ ১৫:০৪ | পড়া যাবে ২ মিনিটেনজরুল বিশ্ববিদ্যালয়ে ছায়াছবি উৎসব

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ এর উদ্যোগে প্রথম বারের মতো উদযাপিত হচ্ছে ছায়াছবি উৎসব ২০১৮। দুই দিনব্যাপী ছায়াছবি উৎসবটি ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। 

মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় গাহি সাম্যের গান মঞ্চের সামনে তৈরি করা চলচ্চিত্র মঞ্চে বেলুন উড়িয়ে ছায়াছবি উৎসবটি উদ্বোধন করেন চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান তুহিন অবন্ত।  

পরে বিশ্ববিদ্যালয় কনফারেন্স কক্ষে বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ম হামিদের সভাপতিত্বে আলোচনা সভা ও স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। প্রাবন্ধিক হিসেবে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাহমিদা আক্তার, আলোচক বিশিষ্ট চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম ও চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, স্বাগত বক্তা ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান তুহিন অবন্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের উপ-পরিচালক মুহাম্মদ রাশেদুল আনাম। তারা বিভাগের শিক্ষার্থীদের সাথেও চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

গত ১০ অক্টোবর ২০১৮ এর মধ্যে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতারা এই উৎসব-এ নিজের তৈরী চলচ্চিত্র জমা দিয়েছেন। উৎসব এর জুড়ি বোর্ড কর্তৃক নির্বাচিত চলচ্চিত্রগুলো প্রদর্শিত হচ্ছে এ উৎসবে। 

মন্তব্য