kalerkantho


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

প্রথম বর্ষে ভর্তির জন্য তিন লাখের বেশি আবেদন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০২:৪২প্রথম বর্ষে ভর্তির জন্য তিন লাখের বেশি আবেদন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছে তিন লাখ ২২ হাজার ৯৪৬ জন শিক্ষার্থী। ৯টি অনুষদের অধীনে ৩৭টি বিভাগে ভর্তির জন্য এসব আবেদন জমা পড়েছে অনলাইনে। 

অনলাইনে আবেদন প্রক্রিয়ার দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) পক্ষ থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামকে এ তথ্য জানানো হয়।

আগামী ৩০ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা শুরু হবে। ভর্তি পরীক্ষার তথ্য জানা যাবে www.ju-admission.org নামের ওয়েবসাইট থেকে।

বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার লাউঞ্জে আয়োজিত ভর্তি পরীক্ষার তথ্যাবলি অবহিতকরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এসব বিষয় জানানো হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), প্রক্টর, বিভাগীয় সভাপতি, ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) প্রমুখ উপস্থিত ছিলেন।মন্তব্য