kalerkantho


রাবিতে ঈদুল আজহার ছুটি শুরু ১৬ আগস্ট

কালের কণ্ঠ অনলাইন   

১৪ আগস্ট, ২০১৮ ০২:২৬রাবিতে ঈদুল আজহার ছুটি শুরু ১৬ আগস্ট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ ১৬ আগস্ট বৃহস্পতিবার থেকে ৩০ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে আগামী ৩ সেপ্টেম্বর যথারীতি ক্লাস পরীক্ষা শুরু হবে।

আবাসিক হলসমূহ ১৭ আগস্ট শুক্রবার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের খালি করতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ২ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টায় হলসমূহ খুলে দেয়া হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ১৯ আগস্ট রবিবার থেকে ৩০ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে।মন্তব্য