ছবি: কালের কণ্ঠ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের স্মরণে ৩০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রলীগ কয়েকশ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেছে। সেইসঙ্গে তারা ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. বশিরুল ইসলাম।
সোমবার বেলা ১১টায় উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ এই কর্মসূচির উদ্বোধন করেন। এরপর ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি চত্বর, ছাত্রলীগের অফিস চত্বর, আবাসিক হলের আশেপাশে জলপাই, হর্তকি, বহেরা, অর্জুন, লেবু, আম, আমড়া গাছসহ বিভিন্ন ফলদ, বনজ ও ওষুধি গাছ লাগায়।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, কৃষকরত্ন শেখ হাসিনার হল প্রভোস্ট ড. আয়েশা আক্তার, শেকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানসহ শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ বিষয়ে শেকৃবি ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদদের স্মরণে আমরা এই বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করেছি। সেইসঙ্গে শিক্ষার্থীদেরকে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...