kalerkantho


বাকৃবি সাংবাদিক সমিতির বার্ষিক আনন্দ উৎসব ও বর্ষবরণ

আবুল বাশার মিরাজ, বাকৃবি    

১৬ এপ্রিল, ২০১৮ ০১:৩৫বাকৃবি সাংবাদিক সমিতির বার্ষিক আনন্দ উৎসব ও বর্ষবরণ

ছবি: কালের কণ্ঠ

'তোরা সব জয়ধ্বনি কর/ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখীর ঝড়/তোরা সব জয়ধ্বনি কর।' কবি কাজী নজরুল ইসলামের কবিতার মতোই নূতনের কেতন ওড়াতে বৈশাখ আমাদের মাঝে আবারো ফিরে এসেছে। প্রতিবছরই নূতনের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে আসে বৈশাখ। 

নববর্ষ উৎসব শুধু আমাদের দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। সারা বিশ্বময় বাংলাভাষী মানুষের উৎসব বৈশাখ। সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের মতো এবারও বার্ষিক আনন্দ উৎসব বাংলা নববর্ষ বরণের আয়োজন করেছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বাকৃবিসাস)  

তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল ১২ এপ্রিল রাতভর আলপনা আঁকা, ১৩ এপ্রিল দিনব্যাপী খেলাধূলার মধ্যে ছিল ক্রিকেট, ফুটবল, বেলুন ফুটানো, বেলুন দৌড়, হাড়ি ভাঙাসহ মজার মজার খেলা। বিকেলের আকর্ষণ ছিল ব্রহ্মপুত্র নদে নৌকা ভ্রমণ। রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবরের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে পুরস্কার বিতরণী। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জসিমউদ্দিন খান, ছাত্র-বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, কৃষিবিদ ইনস্টিটিউশনের যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন প্রমুখ। 

পহেলা বৈশাখের বিশেষ আকর্ষণের মধ্যে ছিল পান্তা-ইলিশ ও বৈশাখী আড্ডার মাধ্যমে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা শেষ হয়। সব হতাশাকে মুছে প্রাণের জোয়ার বয়ে আনবে এই প্রত্যাশা বাকৃবিসাস সদস্যদের।মন্তব্য