kalerkantho


জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ইসলামিক স্টাডিজের চেয়ারম্যানের অপসারণ চেয়ে বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৩ মার্চ, ২০১৮ ০৫:০৭ইসলামিক স্টাডিজের চেয়ারম্যানের অপসারণ চেয়ে বিক্ষোভ

দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা, অদক্ষতাসহ নানা অভিযোগ এনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদকে পদ থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় চেয়ারম্যানের কক্ষে তালা দিয়ে বিক্ষোভ এবং উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

জানা গেছে, গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এই স্মারকলিপি প্রদান করেন বিভাগের কয়েকজন শিক্ষক। এ ছাড়া শিক্ষক-শিক্ষার্থীদের আরেকটি দল চেয়ারম্যানের কক্ষে তালা দিয়ে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দাবি করে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকলে তারা উপাচার্য ভবনের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করে। পরে জবি ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম এসে চেয়ারম্যানের কক্ষের তালা খুলে ড. আবুল কালাম আজাদকে বের করে আনেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, 'শিক্ষকদের অভিযোগের বিষয়টি পেয়েছি। বিষয়টি বিবেচনা করে পরে সদ্ধিান্ত নেওয়া হবে।'মন্তব্য