kalerkantho


রাজশাহী বিশ্ববিদ্যালয়

বাংলা বিভাগে দুই দিনব্যাপী অ্যালামনাই শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

৯ মার্চ, ২০১৮ ০৩:১৫বাংলা বিভাগে দুই দিনব্যাপী অ্যালামনাই শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দুই দিনব্যাপী অ্যালামনাই শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক।

বিভাগ সূত্রে জানা গেছে, সকালে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভাগের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। এরপর হয় বিভাগের অগ্রজ ও অনুজদের 'আনন্দ সম্মিলন'। সকাল ১১টায় হয় আলোচনাসভা। বিভাগের সভাপতি অধ্যাপক পি এম শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সাত শিক্ষার্থী ও দুই গবেষককে সম্মাননা দেওয়া হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান ও উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা উপস্থিত ছিলেন। এরপর বিকেল ৫টায় স্মৃতিচারণা ও উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের আয়োজন।

আজ শুক্রবার দ্বিতীয় দিনের আয়োজনে আছে 'আনন্দ বিচরণ', স্মৃতিচারণা, র‌্যাফল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান।মন্তব্য