kalerkantho


সেন্ট গ্রেগরিজের '৯৬ ব্যাচের ফোরাম

কালের কণ্ঠ অনলাইন   

২০ জানুয়ারি, ২০১৮ ১৬:০৪সেন্ট গ্রেগরিজের '৯৬ ব্যাচের ফোরাম

পুরনো ঢাকার ঐতিহ্যবাহী সেন্ট গ্রেগরিজ স্কুলের '৯৬ ব্যাচ একটি ফোরাম গঠন করতে যাচ্ছে। এ উদ্দেশ্যে আগামী ২৬ জানুয়ারি (শুক্রবার) রাজধানীর বনানীর আজুরি রেস্টুরেন্টে সকলকে উপস্থিত হতে বলা হয়েছে।

ফোরামের অন্যতম উদ্যোক্তা ড্যানিয়েল সায়ীদ সুহৃদ জানান, আমরা সকলের মতামতের ভিত্তিতে সব করব। কোনো ব্যবসায়িক বা রাজনৈতিক কর্মকাণ্ড আমাদের উদ্দেশ্য নয়।

উদ্যোক্তারা আরো জানান, প্রস্তাবিত ফোরামের উদ্দেশ্যগুলোর মধ্যে আছে আগামী ৬ মাসের মধ্যে একটি লিমিটেড কোম্পানি গঠন, জমি ক্রয় এবং তাতে ভবন ও নিজস্ব মিলনায়তন নির্মাণ। ফোরামের অন্যতম উদ্যোক্তা ড্যানিয়েল সায়ীদ সুহৃদ বলেন, সর্বোপরি আমাদের শৈশবের আনন্দ স্মৃতি নিয়ে বাকী জীবন সকলে একসাথে কাটাতে চাই, এই আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য।

আগামী শুক্রবার বিকাল ৫টার আগে বনানীর ১৩ নং সড়কের ৫৭ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত আজুরি রেস্টুরেন্টে ৯৬ ব্যাচের গ্রেগরিয়ানদের উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনীয় যে কোনো তথ্যের জন্য ড্যানিয়েল সায়ীদ সুহৃদের ০১৭১৫৬৬৬৬২৫ নম্বর সেলফেনে যোগাযোগ করা যাবে।মন্তব্য