kalerkantho


রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে এ বছর থেকেই ছাত্র ভর্তি

নিজস্ব প্রতিবেদক   

১৯ জানুয়ারি, ২০১৮ ২১:২২রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে এ বছর থেকেই ছাত্র ভর্তি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশে এ বছর (২০১৭-১৮ শিক্ষাবর্ষে) ছাত্র ভর্তির লক্ষ্যে চলমান কার্যক্রম ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া সিদ্ধান্তসমূহকে অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের প্রথম সভায় এই অনুমোদন দেওয়া হয়। রাজধানীর ধানমণ্ডিতে বিশ্ববিদ্যালয়ের ঢাকা লিয়াজোঁ অফিসে সভাটি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশেষজ্ঞ ড. সৈয়দ আকরাম হোসেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. এম শাহ নেওয়াজ আলি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান, শিক্ষামন্ত্রীর একান্ত সচিব নাজমুল হক খান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান ইলিয়াস, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. আব্দুল লতিফ ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. সোহরাব আলী প্রমুখ।

উল্লেখ্য, সিরজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ অবস্থিত। ২০১৫ সালের ৮ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।মন্তব্য