kalerkantho


ভর্তি ফি বৃদ্ধি বাতিলসহ ৬ দফা দাবি

ইবিতে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর স্মারকলিপি

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি    

১১ ডিসেম্বর, ২০১৭ ১৪:৫৩অবিলম্বে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বর্ধিত ভর্তি ফি কমানো, শিক্ষা খরচ সাধ্যের মধ্যে এনে সবাইকে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দান, শিক্ষাকে পণ্য হিসেবে গণ্য না করে মৌলিক অধিকার হিসেবে গণ্য করাসহ মোট ছয় দফা দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে ইসলামী  বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র সংগঠগুলো।

২০১৭-১৮ শিক্ষাবর্ষেও ভর্তি ফিসহ বিভিন্ন খাতে ফি বৃদ্ধির প্রতিবাদে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রীর আহ্বায়ক মোরশেদ হাবিব, ছাত্র ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি লিটন রায়, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাত তিমির স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ রয়েছে, 'বিশ্ববিদ্যালয় প্রশাসন বিগত বছরের তুলনায় এ বছর নতুন সেশন থেকে ভর্তি ফিসহ আনুষঙ্গিক খরচ তিন গুণ বৃদ্ধি করেছে। ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধির ন্যায় শিক্ষার ব্যয়ও বৃদ্ধি করা হয়েছে। এত বড় অংকের টাকার বিনিময়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি আমাদের হতভম্ভ করেছে।এতে শিক্ষার্থীরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে।' 

অবিলম্বে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বর্ধিত ভর্তি ফি কমানো, শিক্ষা খরচ সাধ্যের মধ্যে এনে সবাইকে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দান, শিক্ষাকে পণ্য হিসেবে গণ্য না করে মৌলিক অধিকার হিসেবে গণ্য করা, আবাসিক, পরিবহনসহ সকল প্রকার বর্ধিত ফি কমানো, স্বল্পমূল্যে উন্নত শিক্ষা নিশ্চিতকরণসহ আবাসিকতা বৃদ্ধির দাবি জানিয়ে ছয় দফা দাবিতে এ স্মারকলিপি প্রদান করেন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।মন্তব্য