kalerkantho


বৈদেশিক লেনদেন

চলতি হিসাবের ভারসাম্যে ৯৭৮ কোটি ডলার ঘাটতি

নিজস্ব প্রতিবেদক   

১৫ আগস্ট, ২০১৮ ১১:১২চলতি হিসাবের ভারসাম্যে ৯৭৮ কোটি ডলার ঘাটতি

আমদানি বেড়ে যাওয়ায় বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে ৯৭৮ কোটি ডলারের ঘাটতি নিয়ে ২০১৭-১৮ অর্থবছর শেষ করেছে বাংলাদেশ। আগের অর্থবছরের তুলনায় ঘাটতি বেড়েছে সাত গুণেরও বেশি। দেশের ইতিহাসে লেনদেন ভারসাম্যে এত বড় ঘাটতি আগে কখনো হয়নি। হালনাগাদ করা বৈদেশিক লেনদেনের ভারসাম্য সারণি থেকে এ তথ্য জানা গেছে। দেড় মাস আগে অর্থবছর শেষ হলেও বাংলাদেশ ব্যাংক লেনদেন ভারসাম্যের (ব্যালান্স অব পেমেন্ট) হালনাগাদ তথ্য প্রকাশ করেছে গত সোমবার। সাধারণভাবে কোনো দেশের নিয়মিত বৈদেশিক লেনদেন পরিস্থিতি বোঝা যায় চলতি হিসাবের মাধ্যমে। আমদানি-রপ্তানিসহ অন্যান্য নিয়মিত আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়। এখানে উদ্বৃত্ত হলে চলতি লেনদেনের জন্য দেশকে কোনো ঋণ করতে হয় না। আর ঘাটতি থাকলে তা পূরণ করতে ঋণ নিতে হয়।

২০১৬-১৭ অর্থবছরের লেনদেন ভারসাম্যে ১৩৩ কোটি ১০ লাখ ডলার ঘাটতি ছিল। ২০১৫-১৬ অর্থবছরে ৪২৬ কোটি ২০ লাখ ডলারের উদ্বৃত্ত নিয়ে অর্থবছর শেষ করে বাংলাদেশ। ২০১৭-১৮ অর্থবছরে পাঁচ হাজার ৪৪৬ কোটি ৩০ লাখ ডলারের পণ্য আমদানি করেছে বাংলাদেশ। একই সময়ে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে তিন হাজার ৬২০ কোটি ৫০ লাখ ডলার। এ হিসাবে পণ্য বাণিজ্যে সার্বিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৮২৫ কোটি ৮০ লাখ ডলার। এর আগে কখনই এক অর্থবছরে পণ্য বাণিজ্যে এত বড় ঘাটতি হয়নি। ২০১৬-১৭ অর্থবছরে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ৯৪৭ কোটি ২০ লাখ ডলার। তথ্য পর্যালোচনায় দেখা যায়, বিদায়ী অর্থবছরে আমদানি ব্যয় বেড়েছিল ২৫.২৩ শতাংশ এবং রপ্তানি আয় বেড়েছিল ৬.৪৩ শতাংশ। পণ্য বাণিজ্যের পাশাপাশি সেবা বাণিজ্যেও এবার ঘাটতি বেড়েছে। বিদায়ী অর্থবছরে সেবা বাণিজ্যে মোট ঘাটতি দাঁড়িয়েছে ৪৫৭ কোটি ৪০ লাখ ডলার। ২০১৬-১৭ অর্থবছরে এ খাতের বাণিজ্য ঘাটতি ছিল ৩২৮ কোটি ৮০ লাখ ডলার; ২০১৫-১৬ অর্থবছরে ছিল ২৭০ কোটি ৮০ লাখ ডলার।

গত অর্থবছরে সামগ্রিক লেনদেনের ভারসাম্যে ঘাটতি দাঁড়িয়েছে ৮৮ কোটি ৫০ লাখ ডলার। ২০১৬-১৭ অর্থবছরে সামগ্রিক লেনদেনের ভারসাম্যে ৩১৬ কোটি ৯০ লাখ ডলার উদ্বৃত্ত ছিল। এবার বিদেশি ঋণ-সহায়তা ছাড়ের পরিমাণ বাড়ায় আর্থিক হিসাবে বড় উদ্বৃত্ত দেখা যাচ্ছে। ২০১৭-১৮ অর্থবছরে সব মিলিয়ে ৭১২ কোটি ৮০ লাখ ডলারের ঋণ-সহায়তা এসেছে বাংলাদেশে। এর মধ্যে ও দীর্ঘমেয়াদি ঋণ বাবদ এসেছে ৫৭৮ কোটি ৫০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৮০ শতাংশ বেশি। আগের অর্থবছরে মোট ঋণ-সহায়তার পরিমাণ ছিল ২১৩ কোটি ৭০ লাখ ডলার। তবে ২০১৭-১৮ অর্থবছরে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রায় ৮ শতাংশ কমেছে। ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ যেখানে ৩০৩ কোটি ৮০ লাখ ডলারের এফডিআই পেয়েছিল, বিদায়ী অর্থবছরে তা কমে ২৭৯ কোটি ৮০ লাখ ডলারে নেমেছে। মন্তব্য