kalerkantho


১.৯ বিলিয়ন ডলারে সনির মালিকানায় আসছে এমি মিউজিক

কালের কণ্ঠ অনলাইন   

২৩ মে, ২০১৮ ১৫:২৭১.৯ বিলিয়ন ডলারে সনির মালিকানায় আসছে এমি মিউজিক

ছবি অনলাইন

জাপানি বিনোদন জায়ান্ট সনি কিনে নিচ্ছে আরেক বৃহৎ প্রতিষ্ঠান এমি মিউজিক পাবলিশিংকে। সনির নতুন সিইও কেনিচিরো ইয়োশিডার অধীনে এটি প্রথম বড় কোনো চুক্তি।

গতকাল ১.৯ বিলিয়ন ডলারের একটি চুক্তির তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

সনির সিইও কেনিচিরো বলেন, এ ক্রয়ের ফলে বিশ্বের অন্যতম বৃহৎ মিউজিক পাবলিশিং কম্পানি হবে সনি। তাঁর মতে, সাম্প্রতিক বছরগুলোতে মিউজিক ব্যবসায় পুনরুত্থান ঘটছে।মন্তব্য