kalerkantho


বসুন্ধরা কনভেনশন সেন্টারে যাত্রাশুরু আয়োজন

বাংলাদেশে প্রস্তুত এয়ার কন্ডিশনার বাজারে আনল মিডিয়া গ্রুপ

কালের কণ্ঠ অনলাইন   

৬ মার্চ, ২০১৮ ২০:১১বাংলাদেশে প্রস্তুত এয়ার কন্ডিশনার বাজারে আনল মিডিয়া গ্রুপ

বিশ্বখ্যাত এয়ার কন্ডিশনার কোম্পানি মিডিয়া এই প্রথম নূর ট্রেড ইলেকট্রনিক্স এবং এলিট হাইটেক ইন্ডাস্ট্রিজের সহায়তায় বাংলাদেশে প্রস্তুত এয়ার কন্ডিশনার বাজারে আনছে। 

সম্প্রতি শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধি এবং গণমাধ্যমের উপস্থিতিতে মিডিয়া এয়ার কন্ডিশনারের সাড়ম্বর যাত্রাশুরু আয়োজন অনুষ্ঠিত হয়েছে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের পুষ্পগুচ্ছ মিলনায়তনে। 

উপস্থিত ছিলেন মিডিয়া রেসিডেন্সিয়াল এসি ডিভিশনের এশিয়া প্যাসিফিক সেলস ডিরেক্টর জনাব জ্যাক ডিং, এর সাউথ এশিয়া সেলস ম্যানেজার জনাব কেন্ট হান, নূর ট্রেড ইলেকট্রনিক্সের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব শফিকুল ইসলাম এবং এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব নুর এ আলম।  মন্তব্য