kalerkantho


ভোলায় ব্যাংক এশিয়ার ১১৪তম শাখা উদ্বোধন

ভোলা প্রতিনিধি    

১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ১৭:৪৭ভোলায় ব্যাংক এশিয়ার ১১৪তম শাখা উদ্বোধন

ভোলায় ব্যাংক এশিয়া লিমিটেড এর ১১৪তম শাখা উদ্ধোধন করা হয়েছে। আজ রবিবার দুপুরে ভোলা শহরের অভিজাত শপিং কমপ্লেক্স নবারুন সেন্টারে বাণিজ্যমন্ত্রী  তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের এ শাখা উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভোলা ২ আসনের এমপি আলী আজম মুকুল, ব্যাংক এশিয়ার বর্তমান চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী, ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. সাফওয়ান চৌধুরী, এম নুরুল ইসলাম, বোর্ড নিবাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান মশিউর রহমান, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, পুলিশ সুপার মো. মোকতার হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, পৌর মেয়র মনিরুজ্জামান, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহামুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

 মন্তব্য