kalerkantho


কনকর্ড এন্টারটেইনমেন্ট ও ড্যান ফুডস লিঃ এর মধ্যে চুক্তি

কালের কণ্ঠ অনলাইন   

২১ অক্টোবর, ২০১৬ ১৬:০৬কনকর্ড এন্টারটেইনমেন্ট ও ড্যান ফুডস লিঃ এর মধ্যে চুক্তি

সম্প্রতি কনকর্ড গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান কনকর্ড এন্টারটেইনমেন্ট কোঃ লিঃ ও  ড্যান ফুডস লিমিডেট এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোঃ লিঃ এর বিনোদন কেন্দ্রে বিজ্ঞাপন, ইভেন্ট এবং এক্টিভিশন এর আয়োজন করবে এবং তাদের উৎপাদিত পন্য কনকর্ড এন্টারটেইনমেন্ট কোঃ লিঃ এর বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডম এবং ওয়াটার কিংডম-এ সরবরাহ করবে। 

কর্নকড গ্রুপের ডিরেক্টর কোরঅডিনেশন জনাব শাহ্-কামালউদ্দিন এর উপস্থিতিতে, চুক্তিটিতে স্বাক্ষর করেন কনকর্ড এন্টারটেইনমেন্ট কোঃ লিঃ পক্ষে জনাব অনুপ কুমার সরকার, নির্বাহী পরিচলক (মার্কেটিং) ও ড্যান ফুডস লিমিডেট এর পক্ষে জনাব ফিরোজ আহমেদ, চিফ আপরেটিং অফিসার। এছাড়াও উপস্থিত ছিলেন কনকর্ড এন্টারটেইনমেন্ট কোঃ লিঃ এর জনাব উজ্জল কুমার বসাক (সিনিয়ার ম্যানেজার - মার্কেটিং), ড্যান ফুডস লিমিডেট এর এর সোহেল শাহরিয়ার রানা (মার্কেটিং ম্যানেজার) এবং জনাব দিদার জাহিদ (ম্যানেজার-করপোরেট সেলস্)।


মন্তব্য