kalerkantho


লেকসিটি কনকর্ড শপিং কমপ্লেক্সের উদ্বোধন

কালের কণ্ঠ অনলাইন   

৯ অক্টোবর, ২০১৬ ১৬:১৯লেকসিটি কনকর্ড শপিং কমপ্লেক্সের উদ্বোধন

 আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ঢাকার খিলক্ষেতে অবস্থিত বাংলাদেশের সর্বপ্রথম টাউনশিপ মেগা-স্যাটেলাইট সিটি  'লেকসিটি কনকর্ড’এর অনন্য সংযোজন ‘লেকসিটি কনকর্ড শপিং কমপ্লেক্স’। শুভ উদ্বোধন করেন কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহ্রিয়ার কামাল। বারিধারা থেকে মাত্র ২০ মিনিট দূরত্বের পথ, খোলামেলা দূষণমুক্ত পরিবেশ, ফুটপাত সহ প্রশস্ত রাস্তা, স্কুল, মসজিদ, শপিং কমপ্লেক্স, কনভেনশন হল, জিমনেসিয়াম ও খেলার মাঠ, নিজস্ব স্থায়ী পানি সরবরাহ ব্যবস্থা, কার পার্কিং, গ্যাস, বিদ্যুৎ সংযোগ ও নাগরিক সকল সুযোগ সুবিধা সহ গড়ে উঠেছে বাংলাদেশের সর্বপ্রথম টাউনশীপ মেগা-স্যাটেলাইট সিটি ‘লেকসিটি কনকর্ড’ আবসন প্রকল্প। সেই সাথে নতুন করে সংযুক্ত হল মানুষের দৈনন্দিন সকল চাহিদা পূরণে সক্ষম সকল আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ও অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর ‘লেকসিটি কনকর্ড শপিং কমপ্লেক্স'। অত্যাধুনিক লেকসিটি কনকর্ড শপিং কমপ্লেক্স এ থাকছে উন্নত ব্রান্ডের দেশী বিদেশী ফ্যাশন হাউজ, কসমেটিক ও জুয়েলারি শপ, থাকছে  মেগাসুপার শপ, মোবাইল, কম্পিউটার, ইলেকট্রনিক্স, ক্রোকারিজ সামগ্রী এবং রেস্টুরেন্ট।

 


মন্তব্য