kalerkantho


নীলফামারীতে দি ফারমার্স ব্যাংকের শাখা উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি    

৬ অক্টোবর, ২০১৬ ১৭:২৪নীলফামারীতে দি ফারমার্স ব্যাংকের শাখা উদ্বোধন

নীলফামারীতে দি ফারমার্স ব্যাংক লিমিটেডের ৪৭তম শাখা উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ফিতা কেটে শাখা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন দি ফারমার্স ব্যাংক লিমিটেডের (এফবিএল) চেয়ারম্যান ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ আতাহার উদ্দিন, ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. মাহবুবুল হক চিশতী, নীলফামারী জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি এস এম সফিকুল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ফজলুল হক প্রমুখ। সভাপতিত্ব করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জহিরুল ইসলাম।


মন্তব্য