kalerkantho

মঙ্গলবার। ২১ ফেব্রুয়ারি ২০১৭ । ৯ ফাল্গুন ১৪২৩। ২৩ জমাদিউল আউয়াল ১৪৩৮।


জামালপুরের হস্তশিল্প পণ্যের ই-কমার্স ওয়েবসাইট উদ্বোধন

জামালপুর প্রতিনিধি    

২৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:২৬জামালপুরের হস্তশিল্প পণ্যের ই-কমার্স ওয়েবসাইট উদ্বোধন

জামালপুরের ঐতিহ্যবাহী হস্তশিল্পজাত কাপড়ের পণ্য সামগ্রীর ই-কমার্স ওয়েবসাইট e-nakshikantha.com এর যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের দরবার হলে আজ শনিবার বিকেলে উদ্বোধনী সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাসেল সাবরিন, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, সদর উপজেলার ইউএনও আব্দুল ছালাম, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সৈয়দ আতিকুর ইসলাম ছানা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, এ এ কে মাহমুদুল হক, জাকির হোসেন খান, শফিক জামান লেবু, শামীমা বেগম প্রমুখ।  

অনুষ্ঠানে জামালপুরের ঐতিহ্যবাহী হস্তশিল্পজাত কাপড়ের পণ্য সামগ্রীর উৎপাদনকারী ও বিপণন প্রতিষ্ঠানের মালিক ও জামালপুর চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ হস্তশিল্পের প্রসারের সমর্থনে বিভিন্ন দিক তুলে ধরেন। এ ছাড়া সভায় জামালপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ জেলা শহরের বিভিন্ন সামাজিক ও ব্যবসা প্রতিষ্ঠানের শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।


মন্তব্য