kalerkantho


জামানত ছাড়াই নগদ এলসি অনুমোদনে অগ্রণী ব্যাংকের ক্ষতি ২২৫ কোটি টাকা

কালের কণ্ঠ অনলাইন   

২০ সেপ্টেম্বর, ২০১৬ ২০:২৪জামানত ছাড়াই নগদ এলসি অনুমোদনে অগ্রণী ব্যাংকের ক্ষতি ২২৫ কোটি টাকা

অগ্রণী ব্যাংক কোনো ধরনের জামানত গ্রহণ না করে অপরিশোধিত ভোজ্য তেল আমদানির জন্য বারবার নগদে এলসি স্থাপনের অনুমোদন দেওয়ায় এবং পুনঃতফসিল করা ঋণ আদায় না করায় ব্যাংকটির ২২৫ কোটি ২৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। সরকারের নিরীক্ষা বিভাগের নিরীক্ষা আপত্তি থেকে এ তথ্য পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে উত্থাপিত কার্যপত্রে এ তথ্য পাওয়া গেছে। কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য এ কে এম মাঈদুল ইসলাম, উপাধ্যক্ষ আবদুস শহীদ, শামসুল হক, মইন উদ্দীন খান বাদল ও রেবেকা মমিন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিটি সূত্র জানায়, বৈঠকে অগ্রণী ব্যাংকের ২০০৯-১০ সালের ঋণ পুনঃতফসিল করা ও সুদ মওকুফ সম্পর্কিত ২৪টি নিরীক্ষা আপত্তি নিয়ে আলোচনা হয়। এর সঙ্গে জড়িত টাকার পরিমাণ ৬৮০ কোটি ৩১ লাখ টাকা। কমিটি জানিয়েছে, জামানত গ্রহণ ছাড়া এলসি খোলায় সহায়তাকারী ব্যাংক কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে অর্থ মন্ত্রণালয়কে বলেছে। এছাড়া ঋণ গ্রহণ করা কোম্পানিগুলো যাতে অন্য কোনো ব্যাংক থেকে ভিন্ন নামে এলসি খুলতে না পারে এবং এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সিআইবির মাধ্যমে তদন্ত করে ১৫ দিনের মধ্যে তা সংসদীয় কমিটিকে জানাতে বলেছে।
বৈঠকে উত্থাপিত অপর একটি নিরীক্ষা আপত্তিতে বলা হয়েছে, অগ্রণী ব্যাংক একটি প্রতিষ্ঠানের জমির দাম বাজার মূল্যের চেয়ে বেশি দেখিয়ে ঋণ দেওয়ায় এবং বারবার পুনঃতফসিল করার পরও সেই প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণের টাকা আদায়ে ব্যর্থ হওয়ায় ব্যাংকটির ১৫০ কোটি ৮৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। অন্য একটি প্রতিষ্ঠান প্রকল্প ও সিসি হাইপো ঋণের দায় পরিশোধে ব্যর্থ হয়েছে। তা সত্ত্বেও ব্যাংক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যব¯'া নেয়নি। উল্টো অনিয়মিতভাবে ঋণ পুনঃতফসিল করেছে। যে কারণে ব্যাংকটির ৪৮ কোটি ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। কমিটি এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যব¯'া গ্রহণের সুপারিশ করেছে।


মন্তব্য