kalerkantho


দুই মাসে এডিপি বাস্তবায়ন বেড়েছে ১ শতাংশ

কালের কণ্ঠ অনলাইন   

৬ সেপ্টেম্বর, ২০১৬ ২১:২৪দুই মাসে এডিপি বাস্তবায়ন বেড়েছে ১ শতাংশ

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার বেড়েছে প্রায় ১ শতাংশ।
চলতি বছর জুলাই-আগস্টে এডিপি বাস্তবায়ন হয়েছে ৩ দশমিক ৮৬ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৩ শতাংশ।এ হিসেবে এডিপির বাস্তবায়নের হার বেড়েছে দশমিক ৮৬ শতাংশ। 
মঙ্গলবার একনেক বৈঠকশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে কেবল এডিপি বাস্তবায়নের হার বেড়েছে তা নয়, টাকার অংকেও এডিপি বাস্তবায়ন বেড়েছে।আগের অর্থবছর প্রথম দুই মাসে ৩ হাজার ৩৪৮ কোটি টাকার এডিপি বাস্তবায়ন হয়েছিল,যা চলতি বছরের একই সময়ে বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৫৬ কোটি টাকা।এ হিসেবে এডিপিতে টাকার খরচের পরিমাণ ১ হাজার ৪০৮ কোটি টাকা বেড়েছে।


মন্তব্য