kalerkantho


নাইকি নিয়ে এল সেল্ফ লেসিং জুতা

কালের কণ্ঠ অনলাইন   

২৫ মার্চ, ২০১৬ ০০:১৩নাইকি নিয়ে এল সেল্ফ লেসিং জুতা

হলিউডের সাই-ফাই সিনেমায় এমন কিছু দেখানো হয়, যা বিশ্বাস করা কষ্টসাধ্য। রোবোট, উড়ন্ত গাড়ির মতো বিভিন্ন অবাস্তব জিনিসে ভরপুর থাকে সিনেমাগুলি। কিন্তু এ ধরনের কল্পনা যদি বাস্তব হয়, আপনার হাতের মুঠোয় চলে আসে, তাহলে আশ্চর্য হতে হয়। ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা Nike (নাইকি) এমনই একটি  futuristic self-lacing (আপনা থেকেই ফিতে বাঁধার সুবিধা যুক্ত) জুতার প্রথম ঝলক দেখাল।
Nike তাদের প্রথম সেল্ফ লেসিং জুতা লঞ্চ করল। এর নাম HyperAdapt 1.0। এতে থাকবে সেল্ফ-লেসিং মেশিন।
এই জুতায় রয়েছে সেন্সর। জুতা পায়ে দিলেই আপনা থেকেই ফিতে বাঁধা হয়ে যাবে। জুতোটি দেখতেও খুব সুন্দর আর স্টাইলিশ।
নিউ ইয়র্কে এই জুতা লঞ্চ করা হয়েছে। আগামী মাসেই এই জুতার বিক্রি শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এর দাম কত, তা এখনও জানায়নি নাইকি।

সূত্র: এবিপি আনন্দ


মন্তব্য