kalerkantho


ওয়ালটন কারখানা পরিদর্শন শেষে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী

'দেশীয় ব্র্যান্ডকে সহযোগিতা করবে সরকার'

নিজস্ব প্রতিবেদক    

১৭ মার্চ, ২০১৬ ১৬:৩০'দেশীয় ব্র্যান্ডকে সহযোগিতা করবে সরকার'

"বর্তমান সরকারের লক্ষ্য হলো বাংলাদেশের প্রতিটি ঘরে সুলভ মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়া। এ স্বপ্ন বাস্তবায়নে দেশীয় যেসব ব্র্যান্ড মোবাইল ফোন উৎপাদনের জন্য এগিয়ে আসবে, তাদেরকে সরকার প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা প্রদান করবে।" গতকাল বুধবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিদর্শন শেষে এসব কথা বলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

প্রতিমন্ত্রী বলেন, "এই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন ব্যাপক আগ্রহ দেখিয়েছে। যেহেতু দেশে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স খাতের বিকাশে ওয়ালটন হলো পাইওনিয়ার, তাই দেশবাসীর হাতে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দিতে ওয়ালটনের ব্যাপক সক্ষমতা রয়েছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।" ইতিমধ্যে, ওয়ালটন কারখানায় মোবাইল ফোনের প্রয়োজনীয় অনেক উপকরণ তৈরির ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি।

এর আগে বুধবার দুপুরে প্রতিমন্ত্রী ওয়ালটন কারখানা কমপ্লেক্সে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম শামসুল আলম, ওয়ালটন গ্রুপের পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি এবং তাহমিনা আফরোজ তান্না। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, মো. হুমায়ুন কবীর, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর লে. কর্নেল (অব.) আব্দুল কাদের, অপারেটিভ ডিরেক্টর কর্নেল (অব.) এস এম শাহাদাত আলম, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস প্রমুখ।

 


মন্তব্য