kalerkantho

শুক্রবার । ২০ জানুয়ারি ২০১৭ । ৭ মাঘ ১৪২৩। ২১ রবিউস সানি ১৪৩৮।


অনলাইন টিশার্ট স্টোর 'ওহটিশার্ট' এর ডিজাইনার মিট প্রোগ্রাম

কালের কণ্ঠ অনলাইন   

৭ মার্চ, ২০১৬ ১৮:৩৫অনলাইন টিশার্ট স্টোর 'ওহটিশার্ট' এর ডিজাইনার মিট প্রোগ্রাম

ওহটিশার্ট ডট কম ভিন্নধারার একটি অনলাইন টিশার্ট স্টোর। এখানে রয়েছে দেশের প্রখ্যাত ডিজাইনারদের আপলোড করা ডিজাইন গ্যালারি। যেখান থেকে ডিজাইন পছন্দ করে গ্রাহকরা টিশার্টে প্রিন্ট করে নিতে পারবেন। তাছাড়া এতে রয়েছে ডিজাইন কাস্টমাইজ করারও সুবিধা।

গত ৫ মার্চ ২০১৬ তারিখে ওহটিশার্ট তাদের বনানী অফিসে আয়োজন করে ডিজাইনার মিট প্রোগ্রাম। এতে দেশের নানা প্রান্ত থেকে টিশার্ট ডিজাইনাররা অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে ডিজাইনাররা কিভাবে ডিজাইন করে আত্মনির্ভশীল হতে পারবেন সেসব নিয়ে আলোচনা করা হয়। জানানো হয়, ওহটিশার্ট ডট কম অত্যাধুনিক মেশিনে প্রিমিয়াম কোলালিটির টিশার্টেই ডিজাইন প্রিন্ট করে থাকে। সবশেষে ডিজানাইরা ওহটিশার্টের প্রিন্টিং স্টুডিও ঘুরে দেখেন।

উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন ওহটিশার্টের ব্যবস্থাপনা পরিচালক সাবিনা ইয়াসমিন, সিইও জনাব এবিএম মাহবুবুর রহমান ও দেশের বাইরে থেকে স্কাইপে যোগ দেন পরিচালক জনাব বিন্দু জামাল।


মন্তব্য