kalerkantho

জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

৯ মার্চ, ২০১৮ ০০:০০ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদর বাজার এলাকার ৮৪ নম্বর কামারগ্রাম মৌজার এক  নম্বর খাস খতিয়ানভুক্ত অবৈধ দখলে থাকা কোটি টাকার সরকারি জমি উদ্ধার করা হয়েছে। বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার

দুপুরে অভিযান চালানো হয়। অভিযানকালে অবৈধ দখলদার আরিফুজ্জামান, আ. আহাদ, মো. রিয়াল, অসিম কুমার শীল, রমজান মোল্লা ও মো. আমজেদ শেখের দখলে থাকা ৯ শতক জমিতে নির্মিত দোকানঘর উচ্ছেদ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, ‘দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছিল। একাধিকবার নোটিশ দেওয়ার পরও তারা দখল না ছাড়ায় তাদের উচ্ছেদ করা হয়েছে।’মন্তব্য