kalerkantho

১ম ক লা ম

সম্মাননা

শেরপুর প্রতিনিধি   

৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেশেরপুরের দুই প্রবীণ টেনিস খেলোয়াড় সুব্রত মালাকার হারু ও মো. সোলায়মান ওরফে সলু মিয়াকে সম্মাননা দিয়েছে শেরপুর টেনিস ক্লাব। মঙ্গলবার রাতে শেরপুর টেনিস কোর্টে অ্যাডভোকেট আমিনুল ইসলাম স্মৃতি বিভাগীয় টেনিস টুর্নামেন্টের উদ্বোধনী

অনুষ্ঠানে তাদের এ সম্মাননা জানানো হয়। এ সময় তাঁদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন ও পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত মো. রফিকুল হাসান গণি। অনুষ্ঠানে শেরপুর টেনিস ক্লাবের আজীবন সদস্য আমজাদ হোসেন ফনিক্স ও সাদুজ্জামান সাদীকেও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এ সময় শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জামালপুর টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মো. রেজাউল করিম, ময়মনসিংহ টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আজিজুল হক, নেত্রকোনা টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক বাচ্চু, শেরপুর টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পু প্রমুখ বক্তব্য দেন। শেরপুর টেনিস ক্লাবের আয়োজনে এ বিভাগীয় টেনিস টুর্নামেন্টে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও স্বাগতিক শেরপুর জেলার ৩৫-ঊর্ধ্ব, ৪৫-ঊর্ধ্ব ও ৫৫-ঊর্ধ্ব বয়সী খেলোয়াড়রা দ্বৈত জুটিতে অংশগ্রহণ করছেন। চার জেলার প্রতিটির তিনটি করে দলের মধ্যে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

মন্তব্য