kalerkantho


বইমেলায় আরিফ মজুমদারের 'অদেখা প্রিয়মুখ'

কালের কণ্ঠ অনলাইন   

৪ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:০৩বইমেলায় আরিফ মজুমদারের 'অদেখা প্রিয়মুখ'

এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক ও সাংবাদিক আরিফ মজুমদারের নতুন বই 'অদেখা প্রিয়মুখ'। 

প্রেম-ভালোবাসার আবেগ-অনুভূতি, জীবনের অপ্রাপ্তি, অতি প্রিয়জনকে হারানের বেদনা, সর্বোপরি নাগরিক সমাজের বিদ্রুপাত্মক আচরণ বইয়ের প্রতিটি পাতায় শব্দে শব্দে মূর্ত হয় উঠেছে। 

'অদেখা প্রিয়মুখ' বইটির প্রচ্ছদ করেছেন হিমেল হক। বইটি প্রকাশ করেছে 'বর্ষা দুপুর' (অমর একুশে গ্রন্থমেলার স্টল নং২৯৬-২৯৭ )। 

২০১৬ সালে আরিফ মজুমদারের 'অনাকাঙ্ক্ষিনী' উপন্যাসটি প্রকাশের পর ২০১৯ সালের বইমেলায় প্রকাশ পেল 'অদেখা প্রিয়মুখ'।মন্তব্য