kalerkantho


বইমেলায় বিনয় দত্তের উপন্যাস 'অমৃতায়ন'

কালের কণ্ঠ অনলাইন   

২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ২০:২৪বইমেলায় বিনয় দত্তের উপন্যাস 'অমৃতায়ন'

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে বিনয় দত্তের উপন্যাস 'অমৃতায়ন।' উপন্যাসটি মূলত ভিন্ন সময়ের উপন্যাস। আটনগরী গ্রামে বেড়ে উঠা পুরানো শিউলি ফুল গাছ... এই শিউলি ফুল গাছের আচ্ছন্নতা মাতিয়ে রাখে উপন্যাসের প্রধান চরিত্র অনিকেতকে।

শরতের শাব্দিক সমাবেশ। কর্ণকিঙ্করী নদীতে ভেসে চলেছে গ্রামীণ জীবন... যেই জীবনে লুকিয়ে আছে অনিকেতের নিজের গল্পও। ষাটের দশকের প্রেক্ষাপটে লেখা উপন্যাস 'অমৃতায়ন।'

দেশভাগের সেই বীভৎস সময়, সেই সময়ের মানুষের আচরণ, বিশৃঙ্খল পরিস্থিতি একদিকে যেমন উঠে এসেছে অপরদিকে উঠে এসেছে একটি পরিবারের টিকে থাকার আকুল আকুতি।

উপন্যাসটির প্রচ্ছদ করেছেন সারাজাত সৌম। 'অমৃতায়ন' উপন্যাসটি অমর একুশে গ্রন্থমেলা ২০১৮ তে ‘পুথিনিলয়’ এর স্টলে পাওয়া যাচ্ছে। স্টল নম্বর ২০০, ২০১, ২০২।মন্তব্য