kalerkantho


বইমেলায় পাওয়া যাচ্ছে 'উদ্বেগে সময়'

কালের কণ্ঠ অনলাইন   

২২ ফেব্রুয়ারি, ২০১৮ ২০:৪৩বইমেলায় পাওয়া যাচ্ছে 'উদ্বেগে সময়'

বই মেলার শেষের দিকে আবু নেওয়াজ বিলটু সম্পাদিত 'উদ্বেগে সময়' আল হাদী'র কবিতা সংকলন প্রকাশ করল প্রাচ্য। কাব্যগ্রন্থটির প্রচ্ছদ করেছেন শেখ আসমান। ভেতরগত অনুশীলন লব্ধ কাজ আমাদের এই সময়ে ঘটে যাওয়া জীবনের, সমাজের প্রাত্যাহিক খুটি-নাটিসহ গুঢ় আত্মপ্রকৃতির কবিতায়ন উদ্বেগে সময়। পাঠক শিল্পোত্তীর্ণ কতগুলো যত্নের কবিতা এখানে স্থান পেয়েছে আপনা আপনি, এমনটিই জানিয়েছেন এই বইয়ের প্রকাশক।

এ সংকলন সম্বন্ধে বলতে গিয়ে আবু নেওয়াজ বিলটু বলেন, 'অনুভূতির নিখাদ চিত্রায়নশৈলী কবিতাগুলোর পরোতে পরোতে কবির সমাজ জ্ঞান-ভাবনা, মানবিক প্রেম-ঘৃণা, সমসাময়িক সময় থেকে সময়ের হৃদয়াবেগ, জীবন ভাবনা আর স্বদেশ প্রেমে নেতা হয়েই হাজির হলেন কবি আল হাদী আগামী কবিতার বাংলাদেশে।

বইটির মুল্য ধরা হয়েছে ১০০ টাকা, বইমেলায় স্টল নং ৬৫৬ কারুবাকে বইটি পাওয়া যাচ্ছে।মন্তব্য