kalerkantho


বইমেলায় দিল আফরোজ বিনতে আছির-এর কবিতার বই

কালের কণ্ঠ অনলাইন   

২২ ফেব্রুয়ারি, ২০১৮ ১৯:৪১বইমেলায় দিল আফরোজ বিনতে আছির-এর কবিতার বই

অমর একুশে গ্রন্থমেলা-২০১৮ তে প্রকাশিত হয়েছে দিল আফরোজ বিনতে আছির এর প্রথম কবিতার বই 'চন্দ্রবিন্দু'। 'চন্দ্রবিন্দু' সহজ শব্দের কথামালা,সহজ প্রেমের ছন্দময় কাব্য। মনের গহিনে সযত্নে লালিত প্রেম, হৃদয়ের আকুলতা প্রকাশ পেয়েছে প্রতিটি কবিতায়। কবির প্রথম কাব্যগন্থ হলেও শব্দশৈলী,ছন্দের ব্যবহার,ভাবপ্রকাশে কবিকে যথেষ্ট পরিনত মনে হয়েছে।

সহজবোধ্য প্রেমের কবিতাগুলো পাঠকের কাছে পৌঁছাবে,পাঠকের প্রিয় কবিতার তালিকায় যুক্ত হবে 'চন্দ্রবিন্দু'র কোন কবিতা এটুকু প্রত্যাশা করা যেতেই পারে।

'অন্যপ্রকাশ' বইটি প্রকাশ করেছে। বইটির নান্দনিক প্রচ্ছদটি করেছেন ধ্রুব এষ। মোট ৭৩টি কবিতা আছে ১২৬ পৃষ্ঠার বইটিতে। ঝকঝকে,পরিচ্ছন্ন প্রিন্টের বইটির মূল্য ২৫০ টাকা। 'চন্দ্রবিন্দু' আপনার স্পর্শের অপেক্ষায় রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে অন্যপ্রকাশের দৃষ্টিনন্দন প্যাভিলিয়নে।মন্তব্য