kalerkantho


বইমেলায় সাবরিনা শুভ্রার 'সময়ের প্রতিচ্ছবি'

কালের কণ্ঠ অনলাইন   

১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ১৫:৫৭বইমেলায় সাবরিনা শুভ্রার 'সময়ের প্রতিচ্ছবি'

কলামিস্ট, গবেষক, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও দৈনিক আজকের অগ্রবাণীর উপদেষ্টা সাবরিনা শুভ্রার 'সময়ের প্রতিচ্ছবি' এখন বইমেলার ইত্যাদি গ্রন্থ প্রকাশের প্যাভিলিয়নে (প্যাভিলিয়ন নম্বর ২) পাওয়া যাচ্ছে।

'সময়ের প্রতিচ্ছবি' বইটি লেখক সাবরিনা শুভ্রার জাতীয় পত্রিকায় প্রকাশিত কলামের সংকলন। বইটিতে স্থান পেয়েছে বর্তমান সময়ের আলোচিত সমস্যা ও এর সমাধান। বইটি লেখকের প্রতিদিনের চিন্তা-ভাবনার স্মারক।

আমাদের জাতীয় জীবনের নানা সমস্যা লেখক সাবরিনা শুভ্রাকে পীড়িত করে বলেই তিনি কলম ধরেছেন। নিজের মতো করে সমাধানের পথ বলতে চেয়েছেন। লেখক বিশ্বাস করেন সম্মিলিতভাবে ঘুরে দাঁড়ালে বাংলাদেশ বিশ্বের বুকে নতুন উদাহরণ সৃষ্টি করবে।মন্তব্য