kalerkantho


বইমেলায় ওমর ফারুকের 'কেউ দেখে না একলা মানুষ'

কালের কণ্ঠ অনলাইন   

১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:০২বইমেলায় ওমর ফারুকের 'কেউ দেখে না একলা মানুষ'

ওমর ফারুক। নোয়াখালির সুবর্ণচরের মেঠোপথ, বুনো ঘাস আর ফুল-পাখিদের সঙ্গে প্রেমিকের মতোই বেড়ে ওঠা। জন্ম ১৯৮৭ সালে। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। লেখালেখির শুরু স্কুল জীবনেই। ছাপা লেখার বয়স প্রায় এক যুগ। এক সময় "লেজারুস" নামে নিয়মিত লিখতেন দৈনিক প্র্রথম আলোর সাপ্লিমেন্টারিগুলোতে। পনেরটি অনুগল্প নিয়ে এবার একুশের বই মেলায় এসেছে তার “কেউ দেখে না একলা মানুষ”।
লেখকের মূল শক্তি আবেগাশ্রয়ী কাব্যিক ভাষা। প্র্রচণ্ড মানবিকতাবোধে ভরা সব পংক্তি। মানবিক আখ্যানে চরিত্ররা হয়ে আসে চেনা মুখ হয়ে। কখনও বাবা, কখনও বুবু বা মা। আসে বন্ধু, বউ, বৃ বা বিষন্ন বিকেল। প্রেম ও প্রার্থনার এই অনুকথন তাই জীবন থেকে আলাদা হয় না। আলাদা হয় না আবেগ থেকেও।
“কেউ দেখে না একলা মানুষ”বইটির প্রচ্ছদ এঁকেছেন সব্যসাচী হাজরা। অলঙ্করণ করেছেন মাসুক হেলাল। ১৫০ টাকা মূল্যের এই বইটি প্রকাশ করেছে কবি প্রকাশনী (স্টল নং- ১৬১)।মন্তব্য