kalerkantho


মোস্তফা কামালের রোমান্টিক উপন্যাস 'রূপবতী'

কালের কণ্ঠ অনলাইন   

২ ফেব্রুয়ারি, ২০১৭ ২১:৪৫



মোস্তফা কামালের রোমান্টিক উপন্যাস 'রূপবতী'

অসম্ভব সুন্দরী সে। চাঁদমুখো মেয়ে যাকে বলে! একবার দৃষ্টি পড়লে চোখ ফেরানো যায় না। যে-ই তাকে দেখে সে-ই পাগলের মতো ফেউ ফেউ করে ঘুরে বেড়ায়। সাকিবের সে রকম অবস্থাই হয়েছিল। মেয়েটিকে প্রথম দেখেই তার প্রেমে পড়ে সে। তারপর দিন গড়ায়। সম্পর্ক গভীর হয়। কিন্তু শেষ মুহূর্তে ঘটে বড় অঘটন!  কী সেই অঘটন?

 দারুণ এই প্রেমের উপন্যাসের পাতায় পাতায় রয়েছে রোমান্টিসিজম ও সাহিত্য রস।  কৌতুহলী পাঠকেরা এক নিঃশ্বাসেই শেষ করে ফেলবেন পুরো বই-এমনটাই জানালেন লেখক মোস্তফা কামাল।  বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ। প্রচ্ছদ  করেছেন ধ্রব এষ।

রূপবতী ছাড়াও লেখকের আরো ৩ টি বই মেলায় প্রকাশিত হয়েছে। এগুলো হলো- ইতিহাসভিত্তিক দীর্ঘ উপন্যাস 'অগ্নিকন্যা।'  অগ্নিকন্যা এ উপন্যাসের প্রতীকী নাম। কিশোর গোয়েন্দা উপন্যাস 'প্রিন্স উইলিয়ামের আংটির খোঁজে।' এটি ফটকুমামা সিরিজের একটি বই ও  'কিছু হাসি কিছু রম্য।' এটি রম্য ও বিদ্রুপ রচনা।  



মন্তব্য